লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু তিন রেলকর্মীর। দুর্ঘটানটি ঘটেছে মহারাষ্ট্রে মুম্বইয়ের কাছে। রিপোর্ট অনুযায়ী, সোমবার মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইয়ের কাছে একটি লোকাল ট্রেন তিন রেলকর্মীর ওপর দিয়ে চলে যায়। সেই সময় সেখানে ট্র্যাকের সিগনালের রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন সেই তিন রেলকর্মী। আজ, মঙ্গলবার এই দুর্ঘটনার বিষয়টি প্রকাশ করে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সোমবার রাত ৮টা ৫৫ মিনিটে ভাসাই রোড এবং নাইগাঁও স্টেশনের মধ্যে ঘটনাটি ঘটে। জিআরপির একজন আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার সময়ে লোকাল ট্রেনটি চার্চগেটের দিকে যাচ্ছিল। (আরও পড়ুন: প্রাণপ্রতিষ্ঠার পরদিনই বিপত্তি অযোধ্যায়, রামভক্তদের ভিড়ের চাপে বন্ধ রামমন্দির)
আরও পড়ুন: ১৪ জন যাত্রী নিয়ে ভারতের মাটিতে ভেঙে পড়ল পড়শি দেশের সামরিক বিমান
আরও পড়ুন: হংকংকে হারিয়ে বিশ্বের চতুর্থ বড় শেয়ার বাজার ভারত, আজও ঊর্ধ্বমুখে লাফ সেনসেক্সের
দুর্ঘটনা প্রসঙ্গে পশ্চিম রেল এক বিবৃতি প্রকাশ করে বলেছে, ট্রেনের ধাক্কায় প্রাণ হারানো রেলকর্মী হলেন চিফ সিগন্যালিং ইন্সপেক্টর ভাইন্দর বাসু মিত্র, বৈদ্যুতিক সিগন্যালিং রক্ষণাবেক্ষণকারী সোমনাথ উত্তম লম্বুত্রে এবং হেলপার সচিন ওয়াংখাড়ে। তারা সবাই মুম্বাই বিভাগের সিগন্যালিং বিভাগের কর্মরত ছিলেন। বিবৃতিতে বলা হয়, 'একটি দুর্ভাগ্যজনক ঘটনায়, ডব্লিউআর-এর তিনজন কর্মচারী তাদের দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। ২২ জানুয়ারি তাঁরা সিগন্যালিং পয়েন্টের সমস্যা মেটাতে গিয়েছিলেন। ভাসাই রোড এবং নাইগাঁওয়ের মধ্যে ৪৯/১৮ কিমি আপ স্লো লাইনে একটি লোকাল ট্রেন তাদের চাপা দেয় এবং রাত ৮টা ৫৫ মিনিটে ঘটনাস্থলেই তাঁরা তিনজনে মারা যান।' (আরও পড়ুন: ফের মা হল নামিবিয়া থেকে আসা 'জ্বলা', কুনোয় জন্ম নিল ৩ চিতা শাবক)
আরও পড়ুন: '…বাংলায় আগুন জ্বলবে', ডিএ আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে চরম হুঁশিয়ারি শুভেন্দুর
পশ্চিম রেলের তরফ থেকে জানানো হয়, মৃত রেলকর্মীদের পরিবারের সঙ্গে সঙ্গে সঙ্গে যোগাযোগ করা হয়। উচ্চপদস্থ আধিকারিকরা রেলকর্মীদের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করেন এবং তাৎক্ষণিক ভাবে ৫৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। পরবর্তীকালে পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ এবং আরও অন্যান্য আর্থিক বকেয়া মেটানো হবে বলেও জানানো হয় রেলের তরফ থেকে। জানা গিয়েছে, সচিন ওয়াংখাড়ে এবং সোমনাথের পরিবার ৪০ লাখ টাকা পাবেন ক্ষতিপূরণ বাবদ। ১৫ দিনের মধ্যে সেই টাকা মেটানো হবে। এদিকে চিফ সিগন্যালিং ইন্সপেক্টর ভাইন্দর বাসু মিত্রের পরিবার পাবে ১.২৪ কোটি টাকা। এছাড়াও চাকরির সময়কালের অন্যান্য যে সব আর্থিক বকেয়া রয়েছে, তাও সময়মতো আনুষ্ঠানিকতা মেনে মিটিয়ে দেওয়া হবে।