বাংলা নিউজ > ঘরে বাইরে > Rajya Sabha Polls: গুজরাট থেকে রাজ্যসভা আসনে মনোনয়ন জমা দিলেন এস জয়শঙ্কর, কংগ্রেস কী করবে?

Rajya Sabha Polls: গুজরাট থেকে রাজ্যসভা আসনে মনোনয়ন জমা দিলেন এস জয়শঙ্কর, কংগ্রেস কী করবে?

রাজ্যসভা ভোটে মনোনয়নপত্র জমা দিচ্ছেন এস জয়শঙ্কর।  (PTI Photo) (PTI)

সামনেই রাজ্যসভা ভোট। এবার রাজনৈতিক দলগুলি একে একে তাদের মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছে। 

রাজ্যসভা নির্বাচনে এবার গুজরাট থেকে মনোনয়নপত্র জমা দিলেন ভারতের কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল ও বিজেপির গুজরাটের রাজ্য সভাপতি সিআর পাতিল রাজ্য বিধানসভায় মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং অফিসারের কাছে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

এদিকে এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ১৩ জুলাইয়ের মধ্য়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। এটাই হল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৭ জুলাই হল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। যদি প্রয়োজন হয় তবে আগামী ২৪ জুলাই ভোট হতে পারে।

প্রসঙ্গত গুজরাটে মোট ১১টি রাজ্যসভার আসন রয়েছে। তার মধ্যে ৮টি বিজেপির। বাকিগুলি কংগ্রেসের। এদিকে চার বছর আগে গুজরাট থেকেই প্রথমবারের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। ফের সেই গুজরাট থেকেই তিনি মনোনয়নপত্র জমা দিলেন।

এদিকে বিজেপির তরফে আটটি আসনের মধ্যে জয়শঙ্কর, যুগলজী ঠাকুর আর দীনেশ আনাভাদিয়ার আসনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৮ অগস্ট। তার আগেই মনোনয়নপত্র দাখিল করলেন জয়শঙ্কর। এদিকে এই তিনটি আসনেই ভোট হবে। কিন্তু এবার প্রশ্ন সেখানে কি আদৌ কোনও প্রতিপক্ষ থাকবে?

এক্ষেত্রে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গুজরাটের জন্য় রাজ্য সভার আসনে প্রার্থী দেবে না। কারণ গুজরাটে রাজ্যসভার ভোটে লড়ার মতো উপযুক্ত সংখ্যক বিধায়ক তাদের কাছে নেই।

গুজরাট বিধানসভার মোট আসন ১৮২টি। সেখানে কংগ্রেসের আসন সংখ্য়া মাত্র ১৭টি। আর বিজেপি পেয়েছিল ১৫৬টি। কার্যত গেরুয়া ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল কংগ্রেস। সেক্ষেত্রে এই তিন আসনে কংগ্রেস আর প্রার্থী দিতে চাইছে না।

 

বন্ধ করুন