বাংলা নিউজ > ঘরে বাইরে > স্রেফ ৫ মিনিটে ৪০০ কোটির লোকসান! বাজার খুলতেই বড় ক্ষতি রাকেশ ঝুনঝুনওয়ালার

স্রেফ ৫ মিনিটে ৪০০ কোটির লোকসান! বাজার খুলতেই বড় ক্ষতি রাকেশ ঝুনঝুনওয়ালার

রাকেশ ঝুনঝুনওয়ালা। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)

পাঁচ মিনিটেই হাতছাড়া ৪০০ কোটি টাকা।

সোমবার সকালে পাঁচ মিনিটে ৪০০ কোটি টাকা খুইয়ে ফেললেন রাকেশ ঝুনঝুনওয়ালা। টাইটান কোম্পানি এবং স্টার হেলথে প্রচুর বিনিয়োগ আছেন বাজারে ‘বাদশা’ রাকেশ এবং তাঁর স্ত্রী রেখার। তাই বাজার খোলার শুরুতে ধস নামতেই পাঁচ মিনিটের মধ্যে ঝুনঝুনওয়ালাদের সম্পত্তির পরিমাণ ৪০০ কোটি টাকা কমে গেল।

রাশিয়া এবং ইউক্রেনের ‘যুদ্ধের’ জেরে সপ্তাহের শুরুতেই ভারতীয় বাজারে ধস নেমেছে। সেই রক্তক্ষরণ থেকে রেহাই পায়নি টাইটান কোম্পানি এবং স্টার হেলথও। সকাল ৯ টা ২০ মিনিটের মধ্যে টাইটান কোম্পানির প্রতিটি শেয়ারের দাম ৫৭.৬৫ টাকা কমে যায়। একইভাবে বাজার খোলার সময় ঝুনঝুনওয়ালাদের স্টার হেলথের প্রতিটি শেয়ারের দাম পাঁচ টাকা কম ছিল। যা সকাল ৯ টা ২০ মিনিটে দাঁড়ায় ৬৩৮ টাকা।

টাইটান কোম্পানি এবং স্টার হেলথ শেয়ারস কত বিনিয়োগ আছে ঝুনঝুনওয়ালাদের?

অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকের রিপোর্ট অনুযায়ী, টাইটান কোম্পানির ৩,৫৭,১০,৩৯৫ টি শেয়ার আছে রাকেশের হাতে। তাঁর স্ত্রী'র হাতে ৯৫,৪০,৫৭৫ টি শেয়ার। সার্বিকভাবে রাকেশ এবং তাঁর স্ত্রী'র কাছে টাটা গ্রুপের ৪,৫২,৫০,৯৭০ টি (৫.০৯ শতাংশ) শেয়ার আছে। অন্যদিকে, ঝুনঝুনওয়ালাদের হাতে স্টার হেলথের ১৭.৫ শতাংশ শেয়ার (১০,০৭,৫৩,৯৩৫ টি শেয়ার) আছে। 

ঝুনঝুনওয়ালাদের কত টাকা লোকসান হল?

টাইটান কোম্পানির শেয়ারের দাম কমে যাওয়ার ফলে পাঁচ মিনিটের মধ্যে রাকেশের প্রায় ২৬০ কোটি টাকা (৫৭.৬৫ টাকা* ৪,৫২,৫০,৯৭০ টি শেয়ার) লোকসান হয়। একইভাবে স্টার হেলথের প্রতিটি শেয়ারের দাম ১৪.০৫ টাকা কমে যাওয়ায় বাজার খোলার পাঁচ মিনিটের মধ্যে ১৪০ কোটি টাকা (১০,০৭,৫৩,৯৩৫ টি শেয়ার*১৪.০৫ টাকা) খুইয়ে ফেলেন ঝুনঝুনওয়ালারা। দুই সংস্থার ধাক্কায় পাঁচ মিনিটের মধ্যে ৪০০ কোটি টাকা সম্পত্তি কমে যায়।

বন্ধ করুন