বাংলা নিউজ > ঘরে বাইরে > Rakesh Jhunjhunwala stock picks- ক্রমেই পড়ছে দর, এই শেয়ার থেকে টাকা সরিয়েছেন রাকেশ ঝুনঝুনওয়ালা!

Rakesh Jhunjhunwala stock picks- ক্রমেই পড়ছে দর, এই শেয়ার থেকে টাকা সরিয়েছেন রাকেশ ঝুনঝুনওয়ালা!

রাকেশ ঝুনঝুনওয়ালা। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) (Reuters)

রাকেশ ঝুনঝুনওয়ালা এবং তার স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা ৩১শে মার্চ, ২০২২ পর্যন্ত ডেল্টা কর্পোরেশনে ৭.২% শেয়ারের মালিক ছিলেন। তবে নয়া আপডেট অনুসারে, তাঁরা এখন ডেল্টা কর্পোরেশনে মোট ৬.২% শেয়ার ধরে রেখেছেন।

গত মাসটা ডেল্টা কর্পোরেশনের বিনিয়োগকারীদের খুব একটা ভালো যায়নি। BSE-তে বৃহস্পতিবার কোম্পানির শেয়ার ২% কমেছে। গত এক মাসে প্রায় ২১% কমেছে।

রাকেশ ঝুনঝুনওয়ালা ডেল্টা কর্পোরেশনে তার অংশীদারিত্ব কমিয়েছেন। সংস্থার এক্সচেঞ্জে দেওয়া তথ্য বলছে, রাকেশ ঝুনঝুনওয়ালা প্রায় ২৫ লাখ শেয়ার বা ০.৯% শেয়ার কমিয়েছেন।

রাকেশ ঝুনঝুনওয়ালা এবং তার স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা ৩১শে মার্চ, ২০২২ পর্যন্ত ডেল্টা কর্পোরেশনে ৭.২% শেয়ারের মালিক ছিলেন। তবে নয়া আপডেট অনুসারে, তাঁরা এখন ডেল্টা কর্পোরেশনে মোট ৬.২% শেয়ার ধরে রেখেছেন।

ডেল্টা কর্প হোটেল ক্ষেত্রে ব্যবসা করে।

গত এক বছরে ডেল্টা কর্পের শেয়ারের দাম ১৮% বেড়েছে। কিন্তু যদি ২০২২ সালের পারফরম্যান্সের দিকে তাকান, সেক্ষেত্রে কিন্তু স্টকটির পারফরম্যান্স হতাশাজনক। ২০২২ সালে, এই শেয়ার এখনও পর্যন্ত প্রায় ১৯% হ্রাস পেয়েছে।

ফাইল ছবি, সৌজন্যে গুগল ফিন্যান্স
ফাইল ছবি, সৌজন্যে গুগল ফিন্যান্স (Google Finance)

গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলেও বিনিয়োগকারীরা হতাশ। কোম্পানির নিট মুনাফা ১৭% কমে ৪৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের অর্থবর্ষের একই ত্রৈমাসিকে, সংস্থার নিট মুনাফা ছিল ৫৮ কোটি টাকা। তবে সেলসের ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছে।

বন্ধ করুন