কালের নিয়মে সনাতন ধর্ম নিজেকে প্রমাণ করেছে, এর কোনও সার্টিফিকেট-এর প্রয়োজন নেই, বার্তা মোহন ভাগবতের। উত্তরাখণ্ডের হরিদ্বারে ‘সন্ন্য়াস দীক্ষা’ নামে এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত।
আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন,'সনাতনের কোনও সার্টিফিকেটের প্রয়োজন হয় না। ইংরেজিতে বলা হয় ‘টাইম প্রুভেন’। কালের নিয়মে এটি সত্যি প্রমাণিত হয়েছে।' তিনি বলেন, যে সনাতন ধর্ম পালিত হয়ে আসছে, তা বর্তমানে আছে, আর ভবিষ্যতেও থাকবে। আরএসএস প্রধান বলেন, ‘সব কিছু পাল্টে যায়। এটা আগে শুরু হয়েছে, আজও আছে, আর কালও থাকবে। আমরা সনাতনকে ব্যখ্যা করব মানুষের কাছে আমাদের কর্মকাণ্ড দিয়ে।’ উত্তরাখণ্ডের ঋষিগ্রামে অষ্টমীতে চতুর্বেদ পরায়ণ যজ্ঞ পালন করতে দেখা যায় মোহন ভাগবতকে। তিনি পতঞ্জলী সন্ন্যাসের এক উৎসবে যোগ দিয়ে এই পদক্ষেপ নেন। উল্লেখ্য, ওই অনুষ্ঠানে ছিলেন বাবা রামদেবও। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে এই বিশেষ সভার আয়োজন করা হয়। সেখানেই আমন্ত্রিত ছিলেন মোহন ভাগবত। রামদেব বলেন, স্বামী বিবেকানন্দ, মহর্ষি দয়ানন্দ ও মহত্মা গান্ধীর ইচ্ছাকে বাস্তব রূপ দিতে স্বদেশী শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে পতঞ্জলী। বাবা রামদোব বলেন, ‘দেশ স্বাধীন হয়েছে, তবে শিক্ষা ও মেডিক্যাল সিস্টেম নিজের মতো নেই। দাসত্বের প্রতীক ও রীতি সরিয়ে ফেলা হয়েছে, এটা শুধু সন্ন্যাসীরাই পারেন।’
(কর্ণাটকে কি এবার কংগ্রেসের বিজয় ডঙ্কা বাজবে? জনমত সমীক্ষার পরিসংখ্যান একনজরে )
(রাহুলের সংসদীয় কেন্দ্র ওয়েনাদে কি শিগগির উপনির্বাচন? কী বললেন CEC)
(ধুর ছাই নয়! রান্নাঘরের এই মশলাতে রয়েছে ভুঁড়ির মেদ কমানোর চাবিকাঠি, উপকার বহু)
উল্লেখ্য, এই মহাসমারোহে রামনবমীর দিন ১৫০ জনকে দীক্ষা দিয়ে প্রতিষ্ঠান সন্ন্যাস পালন করছেন যোগগুরু রামদেব। এছাড়াও অমিত শাহের হাত ধরে উদ্বোধন হচ্ছে পতঞ্জলী বিশ্ববিদ্যালয়ের। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের লক্ষ্য হল প্রাচীন নানান রীতি মেনে ভবিষ্যতকে সুঠাম করে গড়ে তোলা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup