বাংলা নিউজ > ঘরে বাইরে > Republic Day gallantry Awards: সহকর্মীদের বাঁচাতে গিয়ে প্রাণ দেন, কীর্তি চক্রে ভূষিত সেনার সেই চিকিৎসক, দেখুন তালিকা

Republic Day gallantry Awards: সহকর্মীদের বাঁচাতে গিয়ে প্রাণ দেন, কীর্তি চক্রে ভূষিত সেনার সেই চিকিৎসক, দেখুন তালিকা

২৬ বছর বয়সে প্রাণ হারান সেনার চিকিৎসক ক্যাপ্টেন অংশুমান সিং।

গতবছর জুলাই মাসে সিয়াচেনে এক অগ্নিকাণ্ডের সময় সহকর্মীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন ক্যাপ্টেন অংশুমান সিং। সেনার এই চিকিৎসকের বয়স ছিল মাত্র ২৬ বছর। এছাড়া এবছর আরও পাঁচজনকে কীর্তি চক্র দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে ক্যাপ্টেন অংশুমান ছাড়া আরও ২ জন মরণোত্তর সম্মানে ভূষিত হচ্ছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার ভারতের সশস্ত্র বাহিনীর জন্য ৮০টি বীরত্বের পুরস্কার প্রদানের ঘোষণা করেছেন। এর মধ্যে আছে ছ'টি কীর্তি চক্র এবং ১৬টি শৌর্য চক্র। এর মধ্যে তিনজনকে মরণোত্তর কীর্তি চক্র প্রদান করা হবে। উল্লেখ্য, শান্তির সময় দেশের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক সম্মান হল কীর্তি চক্র। (আরও পড়ুন: পদ্ম সম্মান পাচ্ছেন ১৩২, কোন রাজ্য যাচ্ছে সর্বোচ্চ পুরস্কার? তালিকায় বাংলা কততে)

এবছর কীর্তি চক্র পাচ্ছেন - মেজর দিগ্বিজয় সিং রাওয়াত, মেজর দীপেন্দ্র বিক্রম বাসনেট, হাবিলদার পবন কুমার যাদব, ক্যাপ্টেন আংশুমান সিং (মরণোত্তর), হাবিলদার আব্দুল মজিদ (মরণোত্তর), সিপাহী পবন কুমার (মরণোত্তর)। এর মধ্যে ক্যাপ্টেন অংশুমান সিং সেনার চিকিৎসক ছিলেন। গতবছর জুলাই মাসে সিয়াচেনে এক অগ্নিকাণ্ডের সময় সহকর্মীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন ক্যাপ্টেন অংশুমান। তাঁর বয়স ছিল মাত্র ২৬ বছর।

এছাড়া এবার শৌর্য চক্র সম্মান পাচ্ছেন - মেজর মানেও ফ্রান্সিস, মেজর আমনদীপ জাখর, নায়েব সুবেদার বাড়িয়া সঞ্জয় কুমার ভামর সিং, ক্যাপ্টেন এমভি প্রাঞ্জল, জম্মু ও কাশ্মীর পুলিশ থেকে মোহন লাল, অমিত রায়না, ফরোজ আহমেদ দার, বরুণ সিং। এছাড়া অসম রাইফেলসের হাবিলদার সঞ্জয় কুমার, অসম রাইফেলসেরই রাইফেলম্যান অলোক রাও, পুরুষোত্তম কুমার (অসামরিক), ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিমল রঞ্জন বেহেরা, ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার শৈলেশ সিং (পাইলট), ভারতীয় বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট হৃষিকেশ জয়ান কারুথেদাথ (পাইলট), সিআরপিএফের সহকারী কমান্ড্যান্ট বিভোর কুমার সিংও শৌর্য চক্রে ভূষিত হবেন এবারে।

এছাড়া এবছর ৫৩ জনকে সেনা মেডেল (৭ জনকে মরণোত্তর) দেওয়া হবে। এককজনকে দেওয়া হবে নৌসেনা মেডেল, এবং চারজনকে দেওয়া হবে বায়ুসেনা মেডেল। এছাড়া সামরিক বাহিনীর ৩১১ জনকে আরও বিভিন্ন সম্মানে ভূষিত করার ক্ষেত্রে স্বীকৃতি দিয়েছেন রাষ্ট্রপতি।

এদিকে কলকাতা থেকে ৩ জন সিবিআই আধিকারিক রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন এবারে। এই ৩ জন হলেন কলকাতা দুর্নীতি দমন শাখার সিবিআই ইন্সপেক্টর রাহুল কুমার, কলকাতার নজরদারি ইউনিটের সহকারি পুলিশ সুপার ময়ূখ মৈত্র এবং সিবিআই কলকাতার প্রধান সিস্টেম বিশ্লেষক শ্রীনিবাস পিল্লারি। এই ৩ জন সিবিআই আধিকারিক বাংলায় একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছেন। জানা গিয়েছে, সিবিআই ইন্সপেক্টর রাহুল কুমার বেশ কয়েকটি আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করছেন, যার মধ্যে রয়েছে রোজভ্যালি কেলেঙ্কারির মতো গুরুত্বপূর্ণ মামলা। তদন্তে তিনি একাধিক সাফল্য পেয়েছেন। গত কয়েক বছরে তিনি আর্থিক কেলেঙ্কারি মামলার তদন্তে ৪টি চার্জশিট জমা দিয়েছিলেন এবং তদন্তের ভিত্তিতে ৩ জনকে গ্রেফতার করেছিলেন। এছাড়াও কলকাতার নজরদারি ইউনিটের এএসপি ময়ূখ মৈত্র বিশেষ পরিষেবার জন্য পুলিশ পদক পাবেন। এছাড়াও শ্রীনিবাস পিল্লারি মেধাবী কাজের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক পাবেন। প্রসঙ্গত, এবার রাষ্ট্রপতির পদক পেতে চলেছেন ৩১ জন সিবিআই অফিসার।

ঘরে বাইরে খবর

Latest News

তীরন্দাজি বিশ্বকাপে বাজিমাত ভারতের, সোনার হ্যাটট্রিক জ্যোতির দ্বিতীয় দফাতেও বাংলায় ঝপ করে কমল ভোটদানের হার, কোন কেন্দ্রে কত পড়ল জেনে নিন কাসাভের মামলায় দিইয়ে ছেড়েছিলেন ফাঁসির সাজা! আইনজীবী উজ্জ্বল নিকমকে টিকিট BJP DC vs MI: IPL-এর ইতিহাসে নিজেদের সর্বোচ্চ স্কোর দিল্লির, ভাঙল ১৩ বছর আগের রেকর্ড 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে 'ভয় করছে...' লাগাতার প্রযোজকের হাতে হেনস্থার শিকার বাংলার কৃষ্ণার! স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! 'মোদীবাবু, আপনার দাম পড়ে গিয়েছে…এমন পিএম আগে দেখিনি,' বললেন সিএম মমতা খাতায় শুধু 'জয় শ্রী রাম' লিখে পরীক্ষায় ৫০% পেলেন ৪ পড়ুয়া, ফের টেস্টে বসে মিলল… গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ

Latest IPL News

4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি এবার বেটিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা, সহজেই জুয়াড়িরা বুঝে নিচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ দামে কম কাজে সমান, স্টার্কের মতোই রান খরচ করেছেন চামিরা, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় প্রথাগত বোলিং করলে হবে না, অভিনব ট্যাকটিক্স নিতে হবে, নাইটদের দাওয়াই টেন্ডোর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.