বাংলা নিউজ > ঘরে বাইরে > Rishi Sunak's Tweet in Hindi: ‘বন্ধু’ মোদীর সঙ্গে বৈঠকের পরই নিজের হিন্দির জ্ঞান জাহির ঋষির,দিলেন কোন বার্তা?

Rishi Sunak's Tweet in Hindi: ‘বন্ধু’ মোদীর সঙ্গে বৈঠকের পরই নিজের হিন্দির জ্ঞান জাহির ঋষির,দিলেন কোন বার্তা?

জি২০ সম্মেলনের ফাঁকে বালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনক। (REUTERS)

জি২০ সম্মেলনের ফাঁকে বালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনক।

জি২০ সম্মেলনের ফাঁকে বালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনক। বৈঠকে দুই রাষ্ট্রনেতার মধ্যে বাণিজ্য, গতিশীলতা, প্রতিরক্ষা এবং নিরাপত্তার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। এই বৈঠকের পরই নিজের টুইটার অ্যাকাউন্টে মোদীর সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে হিন্দিতে বন্ধুত্বের বার্তাও দেন ঋষি।

দিওয়ালির দিনই বিশ্ব জানতে পেরেছিল যে ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি। এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বালিতে এই প্রথমবারের মতো মোদীর সঙ্গে দেখা করেন তিনি। বালিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের বিষয়ে টুইট করে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক লেখেন, ‘ইউনাইটেড বাই ফ্রেন্ডশিপ (বন্ধুত্বের সূত্রে গাঁথা), এক মজবুত দোস্তি (দৃঢ় বন্ধুত্ব)’। টুইটে তিনি প্রধানমন্ত্রী মোদীকে ট্যাগ করেন। ইউনাইটেড কিংডমের ইউনিয়ন জ্যাক পতাকা এবং ভারতের জাতীয় পতাকার ইমোজিও পোস্ট করেন সঙ্গে।

এদিকে গতকাল ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বড় মন্তব্য করেন ঋষি। বুধবার ঋষি বলেন যে তাঁর সরকার ভারতের সাথে বাণিজ্য চুক্তি করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার বিষয়ে আমরা মুখিয়ে রয়েছি। তবে কিছু বিষয় ঠিক করতে হবে। তারপরই এই চুক্তি সম্পন্ন করা সম্ভহ।’ তিনি বলেন, ‘তাড়াতাড়ি করতে গিয়ে চুক্তির মান নিয়ে কোনও আপস করা হবে না।’ উল্লেখ্য, চলতি বছর দিওয়ালিতেই মুক্ত বাণিজ্য চুক্তি হওয়ার কথা ছিল ভারত এবং ব্রিটেনের মধ্যে। তবে তা আপাতত পিছিয়ে গিয়েছে। দুই পক্ষই এই চুক্তির চূড়ান্ত খসড়া তৈরি করতে আলোচনা করছে।

বন্ধ করুন