ফের একবার ইউক্রেনকে আলোচনার প্রস্তাব দিল রাশিয়া। বেলারুশে বসে এই আলোচনার কথা বলে ক্রেমলিন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর সেই প্রস্তাব খারিজ করে দিলেন। এর আগে রবিবার ক্রেমলিন বলে যে তাদেরর প্রতিনিধি দল বেলারুশিয়ান শহর গোমেলে ইউক্রেনের কর্মকর্তাদের সাথে দেখা করতে প্রস্তুত। তবে জেলেনস্কি সেই প্রস্তাব খারিজ করেন। তবে অন্যত্র রাশিয়ার সাথে আলোচনার পথ খোলা রাখেন তিনি।
উল্লেখ্য, ইউক্রেনের উপর হামলার জেরে রাশিয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশ্ব অর্থনৈতিক লেনদেনের ব্যবস্থা সুইফট থেকে রাশিয়াকে বের করে দেওয়া হয়েছে। এরপরই বেলারুশে বসে ইউক্রেনের সাথে আচোলনার কথা বলে। যদিও এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি জেলেনস্কিকে ক্ষমতাচ্যুত করতে চান। পুতিন ইউক্রেনের সেনার কাছে গণঅভ্যুত্থানের আহ্বানও জানান।
এদিকে মুখে আলোচনার কথা বললেও আজকেও ইউক্রেনে হামলা জারি রেখেছে রাশিয়া। আজ আরও দু’টি ইউক্রেনিয়ান শহর তাদের দখলে গিয়েছে বলে দাবি করল ক্রেমলিন। মস্কো রবিবার দাবি করে যে রাশিয়ার সেনা দক্ষিণ ইউক্রেনের শহর খেরসন এবং দক্ষিণ-পূর্বের বারদিয়ানস্ক শহর ‘পুরোপুরি’ দখল করেছে। এর আগে আজ সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভের উপরও বোমা বর্ষণ করেছে রাশিয়ার সেনা। অপরদিকে এদিন রাশিয়ার সেনা খারকিভে প্রবেশ করে প্রথমবারের মতো। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে গ্যাস পাইপ লাইনে হামলা চালাল রাশিয়া।