ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়বে ভারত-রাশিয়া সম্পর্কের উপর। এমনই মত ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলপভের। শনিবার তিনি বলেন যে তাঁর দেশ উত্তর-পূর্ব ইউক্রেনে ভারতীয়দের উপর নজর রেখেছে। তবে সেই অঞ্চলে চলমান লড়াইয়ের কারণে তাঁরা ইচ্ছে থাকা সত্ত্বেও খুব বেশি কিছু করতে পারছে না। এদিকে ভারত-রাশিয়া সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘এর (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) প্রতিফলন কতটা হবে, তা এখনই বলা যাচ্ছে না। লেনদেনের ক্ষেত্রে প্রভাব থাকতে পারে, নিষেধাজ্ঞার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা প্রভাবিত হতে পারে।’
প্রসঙ্গত, ভারত বারংবার রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। তবে যুদ্ধের আবহে রাশিয়ার নাম না করে এই সংঘর্ষের সমালোচনাও করেছে ভারত। পাশাপাশি অবিলম্বে সব ধরনের সংঘর্ষ বন্ধ করে আলোচনার টেবিলে ফেরার আহ্বানও জানিয়েছে ভারত। এরই মাঝে পশ্চিমা বিশ্ব রাশিয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। যার জেরে রাশিয়ার অর্থনীতি মুখ থুবড়ে পড়ার জোগাড়। আন্তর্জাতিক লেনদেনে সমস্যার জেরে তেল রফতানিও আটকে যেতে পারে রাশিয়ার। এই সবের মাঝে ভারত-রাশিয়া সম্পর্ক কোথায় যায়, তা নিয়ে এখন অনিশ্চয়তা চরমে।
এদিকে ইউক্রেনে সংঘর্ষের এলাকাতে আটকে পড়া ভারতীয়দের প্রসঙ্গে তিনি বলেন, ‘উত্তর-পূর্ব ইউক্রেনের ভারতীয়দের উপর নজর রয়েছে আমাদের। ভারতীয়দের রাশিয়ার ভূখণ্ডে নিয়ে যেতে আমরা বিশেষ দল মোতায়েন করেছি। তবে সেসব এলাকায় লড়াইয়ের কারণে ভারতীয়দের কাছে পৌঁছাতে পারছে না তারা। তাই আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করার উপায় নেই। এমন জায়গায় দেখা করতে হবে যেখানে সংঘর্ষ নেই।’ উল্লেখ্য, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়সহ অন্যান্য দেশের পড়ুয়াদের সরাতে রাশিয়া শতাধিক বাস দেওয়ার কথা বলেছে। এদিকে গতকাল উদ্ধারকাজের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল মারিউপোলে। তবে আটকে পড়া সাধারণ মানুষকে উদ্ধার করা সম্ভব হয়নি। একদিকে রাশিয়ার অভিযোগ, ইউক্রেন নাগরিকদের উদ্ধার না করে তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। অপরদিকে ইউক্রেনের অভিযোগ, মুখে যুদ্ধবিরতির কথা বললেও আদতে হামলা জারি রেখেছিল রাশিয়া।
’