সুগন্ধী ব্যবসায়ী তথা সমাজবাদী পার্টির এমএলসি পুষ্পরাজ জৈনের বাড়িতে আয়কর হানা শুক্রবার সকালে। উত্তরপ্রদেশের কনৌজে পুষ্পরাজের বাড়ি ছাড়াও একাধিক জায়গায় এই অভিযান চালাচ্ছে আয়কর আধিকারিকরা। এর আগে আরও এক সুগন্ধী ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়িতে হানা দিয়ে প্রায় ২০০ কোটি নগদ সহ প্রায় হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল আয়কর আধিকারিকরা। এই আবহে এবার অখিলেশ ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা ঘিরে ক্রমেই চাঞ্চল্য ছড়াচ্ছে। এদিকে অখিলেশ যাদব অভিযোগ করেন, ‘আদতে পুষ্পরাজকে ধরতে গিয়েই পীযূষ জৈনের বাড়িতে অভিযান চালিয়েছিল আয়কর দয়পতর। এখন সেই ভুলকে ঠিক করতেই ফের পুষ্পরাজের বাড়িতে হানা আয়কর আধিকারিকদের।’
উল্লেখ্য, কয়েকদিন আগে এই পুষ্পরাজ জৈন সমাজবাদী পার্টির নামে সুগন্ধী লঞ্চ করেছিলেন। অখিলেশ যাদব নিজে সেই পারফিউম লঞ্চ করেছিলেন। এহেন পুষ্পরাজের কনৌজের বাড়ি ছাড়াও দিল্লি, মুম্বই সহ একাধিক শহরে পুষ্পরাজের মালিকানাধীন ৫০টিরও বেশি স্থানে এই অভিযান শুরু হয়েছে সকাল থেকে। এদিকে সমাজবাদী পার্টির তরফে এই আয়কর হানাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেওয়া হয়েছে। পার্টির অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এক টুইট বার্তায় লেখা হয়, ‘ভীত বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করছে… জনগণ সব দেখছে। তাদের ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ।’
জানা গিয়েছে, জিএসটি, আয়কর ফাঁকির অভিযোগ পেয়েই এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় আয়কর আধিকারিকরা। এর আগে যোগীরাজ্যের অপর এক সুগন্ধী ব্যবসায়ী পীযূষ জৈনের কানপুর ও কনৌজের বাড়িতে হানা দিয়ে ১৯৭ কোটি টাকা নগদ, ২৩ কেজি সোনা, বিপুল পরিমাণ চন্দন কাঠ, সম্পত্তির নথি বাজেয়াপ্ত করেছিল আয়কর দফতর। সেই ব্যবসায়ীকে আবার বিজেপি ঘনিষ্ঠ বলে অভিযোগ করেছে অখিলেশ।