স্ট্যালিন পুত্র উদয়নিধি স্ট্যালিনের বক্তব্য কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এনিয়ে বিজেপি নেতৃত্ব তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তবে ইতিমধ্যেই এনিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছে কংগ্রেস। তবে এবার এনিয়ে মুখ খুললেন শিবসেনা ( উদ্ধব ঠাকরে গোষ্ঠী) এমপি সঞ্জয় রাউত।
তিনি সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, আমি ওই বক্তব্য শুনেছি। যারা এনিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন সেটাও শুনেছি। আমার সাফ কথা। তিনি( উদয়নিধি স্ট্যালিন) মন্ত্রী। তাঁর বক্তব্যকে সমর্থন করছি না। এই ধরনের বক্তব্য বলা থেকে এড়িয়ে যাওয়া দরকার। এটা ডিএমকের ব্যক্তিগত বিষয় হতে পারে। প্রায় ৯০ কোটি হিন্দু এখানে বাস করেন। এটা সম্মান করা দরকার। সবারই আলাদা আলাদা ব্যাপার রয়েছে। এখানে মুসলিম, পার্সি, জৈন রয়েছে। এটা তাঁর ব্যক্তিগত মতামত হতে পারে। কিন্তু এই ধরনের বক্তব্য রাখলে গোটা দেশের পরিস্থিতি বিগড়ে যেতে পারে। আমরা আমাদের বক্তব্য রেখেছি। তবে এমকে স্ট্যালিন অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। দেশও তাঁকে মানে। তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। কিন্তু সেই অবস্থায় এই ধরনের বক্তব্য করার আগে একটু সতর্ক থাকা দরকার। না হলে ইন্ডিয়ার জয়যাত্রাকে কেউ আটকাতে পারবে না। জানিয়েছেন সঞ্জয় রাউত।
উদয়নিধি স্ট্যালিনের মন্তব্য কার্যত অস্বস্তি ফেলেছে ইন্ডিয়া জোটকেও। কারণ ইতিমধ্য়েই বিজেপি উদয় নিধির সনাতন মন্তব্যকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে। এমনকী এর মাধ্যমে মেরুকরণ হওয়ার সম্ভাবনাও প্রবল। কার্যত নিজের নেগেটিভ মন্তব্যের মাধ্য়মে ইন্ডিয়া জোটকে সুবিধা করে দিয়েছেন উদয়নিধি। তবে এবার এনিয়ে তীব্র অস্বস্তিতে পড়েছেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিন। তিনি জানিয়েছিলেন, দেখুন কিছু জিনিসকে বিরোধিতা করা যায় না। এটা একেবারে শেষ করে দিতে হয়। আমরা ডেঙ্গু, ম্যালেরিয়া, মশা, করোনার বিরোধিতা করতে পারি না। আমাদের এগুলি তাড়াতে হয়। সেকারণেই আমাদের সনাতনকে তাড়াতে হবে। ওই সনাতনের আপত্তি না করে একে তাড়ানো দরকার।
এর আগে এনিয়ে মুখ খুলেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছিলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য। এটা ইন্ডিয়া জোটের সঙ্গে কোনওভাবেই সম্পর্কযুক্ত নয়। আমরা এটার তীব্র নিন্দা করছি। তিনি তাঁর মন্তব্যকে বদলাতে পারেন।