আব্রাহাম থমাস
জমিতে নাড়া পোড়ানো বন্ধের ক্ষেত্রে নির্দিষ্ট পলিসি দরকার বলে জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট এব্যাপারে কেন্দ্রীয় সরকার ও রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে। জমিতে নাড়া পোড়ানো যাতে বন্ধ করা যায় সেব্য়াপারে পদক্ষেপ নিশ্চিত করার জন্য জানিয়েছে সুপ্রিম কোর্ট। সেটা নরমে গরমেও করা যেতে পারে।
বিচারপতি সঞ্জয় কিষান কৌল জানিয়েছেন, আমরা চাইছি কৃষিজমিতে নাড়া পোড়ানো যাতে বন্ধ করা যায়। যেকোনওভাবে এটা করে ফেলুন। এটা আপনাদের ব্যাপার আপনারা কীভাবে করবেন। আমরা এসব ব্যাপারে যেতে চাই না।
বিচারপতি জানিয়েছেন, এই ছুটির মধ্য়ে আপনাদের জমিতে নাড়া পোড়ানো বন্ধ করতে হবে।
এদিকে অ্য়াটর্নি জেনারেল আর ভেঙ্কটারামনি আদালতকে জানিয়েছেন, ক্যাবিনেট সচিব এনিয়ে মিটিং করেছিলেন। সেখানে দেখা গিয়েছে ৯৩ শতাংশ ফার্ম ফায়ার হয় পাঞ্জাবে। কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট মিটিংয়ে জানিয়েছিল পাঞ্জাবের ১৮টি জেলায় নাড়া পোড়ানোর কাজকে ৫০ শতাংশ কমিয়ে আনার বিষয়টি ঠিক করা যায়নি। হরিয়ানাতেও এটা বন্ধ করা যায়নি। এমনকী ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত পাঞ্জাবে এই নাড়া পোড়ানো বা ফসলের গোড়া পোড়ানোর ঘটনা কিছুটা বেড়েছে। তার প্রভাব পড়েছে দিল্লির বাতাসেও।
এদিকে বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, প্রতিবার দেখি আমরা হস্তক্ষেপ করার পরে আপনারা গতি বৃদ্ধি করেন। এই সময়টাতে নানা সমস্যা হয়। আপনারা কেন পদক্ষেপ নেন না? আদালত জানিয়েছে ক্যারট অ্যান্ড স্টিক পলিসিটা খুব দরকার। শুধু এফআইআর করে কিছু হবে না। কড়া পদক্ষেপ নিতে হবে। যারা এই ধরনের নাড়া পোড়াবে তাদেরকে ফল ভুগতে হবে। তার সম্পত্তি এক বছরের জন্য বাজেয়াপ্ত করে রাখতে পারেন।
এদিকে আদালত জানিয়েছেন, আপনারা কীভাবে ভাবছেন কৃষকদের একাংশকে ধান চাষ থেকে সরিয়ে অন্য চাষ করতে বলবেন? এনিয়ে কোনও ইনসেনটিভ কী দিচ্ছেন? কীভাবে এই নাড়া পোড়ানোর ঘটনা নিয়ন্ত্রণ করবেন সেটা আপনাদের ব্যাপার! আমরা কিন্তু আপনাদের মুখ্যসচিব আর সচিবকে এখানে রেখে দেব। এসব যাতে না হয় তার আগে কিছু করুন।