বাংলা নিউজ > ঘরে বাইরে > Sonia-Saurabh Love Story: স্বামীকে ফিরিয়ে দিন! আর্তি বাংলাদেশের সোনিয়ার, মোদীকে বিশেষ অনুরোধ শেখ হাসিনার

Sonia-Saurabh Love Story: স্বামীকে ফিরিয়ে দিন! আর্তি বাংলাদেশের সোনিয়ার, মোদীকে বিশেষ অনুরোধ শেখ হাসিনার

সৌরভ সোনিয়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাইভ হিন্দুস্তান

গত ৩ অগস্ট ভারতে এসেছিলেন সোনিয়া। সন্তানকে নিয়ে তিনি ভারতে আসেন। এরপর তিনি স্বামী সৌরভকে বাংলাদেশে ফেরাতে বদ্ধ পরিকর। তাঁর দাবি ২০২১ সালের ১৪ এপ্রিল ঢাকার মসজিদে সৌরভের সঙ্গে তার বিয়ে হয়েছিল।

সোনিয়া আখতার। ভারতীয় স্বামীর খোঁজে তিনি চলে এসেছিলেন ভারতে। স্বামী সৌরভকান্ত তিওয়ারিকে বাংলাদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি বদ্ধপরিকর। গত ৪০ দিন ধরে তিনি নয়ডার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তাঁর স্বামীকে নিয়ে যাওয়ার জন্য। তবে এবার জি২০ তে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি তাঁর কানেও যায়। তিনি বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে ভারত সরকারের কাছে অনুরোধ করেছেন বিষয়টি দেখার জন্য। লাইভ হিন্দুস্তান সূত্রে খবর। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে মুখ খুলেছেন সোনিয়া ও তাঁর আইনজীবী।

সোনিয়া তাঁর দেড় বছরের সন্তানকে নিয়ে স্বামীর খোঁজে নয়ডা এসেছিলেন। তবে পাকিস্তান থেকে আসা সীমা হায়দারের আইনজীবী এপি সিং সোনিয়াকে সহায়তা করেন।

তিনি জানিয়েছেন সোনিয়ার অনুরোধ বাংলাদেশ হাইকমিশনকে জানানো হয়েছে। হাই কমিশন গোটা বিষয়টি শেখ হাসিনাকে জানিয়েছে বলে খবর। শেখ হাসিনা এই অভিযোগপত্রটি ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠান।

গত ৩ অগস্ট ভারতে এসেছিলেন সোনিয়া। সন্তানকে নিয়ে তিনি ভারতে আসেন। এরপর তিনি স্বামী সৌরভকে বাংলাদেশে ফেরাতে বদ্ধ পরিকর। তাঁর দাবি ২০২১ সালের ১৪ এপ্রিল ঢাকার মসজিদে সৌরভের সঙ্গে তার বিয়ে হয়েছিল।মুসলিম রীতি মেনে বিয়ে হয়েছিল। তার তিন দিন আগে ধর্ম বদলেছিলেন সৌরভ। সৌরভ কর্মসূত্রে বাংলাদেশে গিয়েছিলেন। সৌরভের কোম্পানিতে রাসায়নিক সরবরাহ নিয়ে তাদের মধ্যে কথা হয়েছিল। এরপর তাদের মধ্য়ে ফোনে কথা হত। পরে তাদের সেই বন্ধুত্ব প্রণয়ে পরিণত হয়।

নয়ডা পুলিশকে তিনি জানিয়েছেন, সৌরভ ও তার মধ্যে সম্পর্কের জেরে যে সন্তান হয়েছে তাকে তিনি নিয়ে এসেছেন। এবার এনিয়ে হস্তক্ষেপ করলেন বাংলাদেশে প্রধানমন্ত্রী। তবে এবার সৌরভ সোনিয়ার অধ্য়ায়ে নতুন কোনও মোড় আসে কি না সেটাই দেখার।

প্রশ্ন উঠছে এবার কি সোনিয়া তাঁর স্বামী সৌরভকে ফিরে পাবেন? এদিকে সৌরভ ভারতে আবার বিয়ে করেছেন বলে খবর। সব মিলিয়ে এবার সৌরভ কি পদক্ষেপ নেন, সোনিয়া কী পদক্ষেপ নেন সেটাই দেখার।

 

বন্ধ করুন