আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। তবে সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও যাচ্ছেন না সিপিএমের সাধারণ সম্পাদক সিতারাম ইয়েচুরি। তাঁর বক্তব্য, মানুষের ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে রাজনীতিকরণ করা হচ্ছে। তার প্রতিবাদ জানাতেই তিনি এই অনুষ্ঠানে যোগ দেবেন না। এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিজেপি নেতৃত্ব সীতারাম ইয়েচুরির অবস্থান নিয়ে তীব্র নিন্দা করেছে।
আরও পড়ুন: অমিতাভ, অক্ষয় থেকে রণবীর-আলিয়া, রামমন্দিরের উদ্বোধনে সকলে আমন্ত্রিত, বাদ ৩ খান?
সীতারাম ইয়েচুরি একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি এখনও কিছু জানাইনি। রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারপার্সন নৃপেন্দ্র মিশ্র এসে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ধর্ম প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত পছন্দ। আমরা প্রত্যেক ব্যক্তির তাদের বিশেষ ধর্ম বেছে নেওয়ার অধিকারকে সম্মান করি এবং রক্ষা করি। কিন্তু, রাষ্ট্র নির্দিষ্ট কোনও ধর্মকে চিহ্নিত করে না। ভারত একটি ধর্ম নিরপেক্ষ দেশ। এই উদ্বোধনী অনুষ্ঠান প্রধানমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং সাংবিধানিক পদে থাকা অন্যান্যদের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের দ্বারা অনুষ্ঠানে পরিণত হয়েছে।’ তিনি বলেছেন, ‘এটি জনগণের ধর্মীয় বিশ্বাসের সরাসরি রাজনীতিকরণ যা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই, এই পরিস্থিতিতে, অনুষ্ঠানে যোগ দিতে না পেরে আমি দুঃখিত।’
সিপিএমের প্রবীণ নেত্রী বৃন্দা কারাতও এভাবে রাম মন্দিরের উদ্বোধনে ধর্মীয় বিশ্বাসকে রাজনীতিকরণ হিসেবে ব্যবহার করার জন্য নিন্দা করেছেন। বৃন্দা কারাত বলেন, ‘সিপিএম ধর্মীয় বিশ্বাসকে সম্মান করে। কিন্তু, ধর্মের রাজনীতি করা ঠিক নয়। আমাদের দল অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবে না। আমরা ধর্মীয় বিশ্বাসকে সম্মান করি। কিন্তু, তারা একটি ধর্মীয় অনুষ্ঠানকে রাজনীতির সঙ্গে যুক্ত করছে।’
সিপিএমের তরফে জানান হয়, যে তাদের নীতি হল ধর্মীয় বিশ্বাসকে সম্মান করা এবং প্রত্যেক ব্যক্তির নিজস্ব বিশ্বাস অনুসরণ করার অধিকার আছে। ধর্ম একটি ব্যক্তিগত পছন্দ, যাকে রাজনৈতিক লাভের উপায়ে পরিণত করা উচিত নয়। দলটি আরও বলেছে, এটি সবচেয়ে দুর্ভাগ্যজনক যে বিজেপি এবং আরএসএস একটি ধর্মীয় অনুষ্ঠানকে রাষ্ট্রের দ্বারা পরিচালিত অনুষ্ঠানে পরিণত করেছে। প্রসঙ্গত, ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও এবং ৬০০০ জনেরও বেশি মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।