বাংলা নিউজ > বায়োস্কোপ > Ayodhya Ram Mandir 2024: অমিতাভ, অক্ষয় থেকে রণবীর-আলিয়া, রামমন্দিরের উদ্বোধনে সকলে আমন্ত্রিত, নন শুধু তিন খান?

Ayodhya Ram Mandir 2024: অমিতাভ, অক্ষয় থেকে রণবীর-আলিয়া, রামমন্দিরের উদ্বোধনে সকলে আমন্ত্রিত, নন শুধু তিন খান?

রামমন্দিরের উদ্বোধনে যাঁরা আমন্ত্রিত

জানা যাচ্ছে, বলিউড থেকে আমন্ত্রিত অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অনুপম খের, অক্ষয় কুমার, রজনীকান্ত, সঞ্জয়লীলা বনশালি, রণবীর কাপুর, আলিয়া ভাট, অজয় দেবগন, সানি দেওল, টাইগার শ্রফ, আয়ুষ্মান খুরানা সহ আরও অনেকে। তবে শুধু বলিপাড়া থেকেই নয়, আমন্ত্রণ জানানো হয়েছে দক্ষিণী তারকাদেরও।

আসছে ২০২৪। নতুন বছরেই উদ্বোধন হবে বহু চর্চিত অযোধ্যার রামমন্দিরের। ২২ জানুয়ারি ঠিক করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের দিন। যেখানে বিনোদন দুনিয়ার বহু তারকারা আমন্ত্রিত। আর তারকা খচিত এই অনুষ্ঠানের অতিথি তালিকা কিন্তু বেশ লম্বা।

কোন কোন তারাকারা আমন্ত্রিত হয়েছেন এই রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে?

জানা যাচ্ছে, বলিউড থেকে আমন্ত্রিত অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অনুপম খের, অক্ষয় কুমার, রজনীকান্ত, সঞ্জয়লীলা বনশালি, রণবীর কাপুর, আলিয়া ভাট, অজয় দেবগন, সানি দেওল, টাইগার শ্রফ, আয়ুষ্মান খুরানা সহ আরও অনেকে। তবে শুধু বলিপাড়া থেকেই নয়, আমন্ত্রণ জানানো হয়েছে দক্ষিণী তারকাদেরও। 

আরও পড়ুন

দক্ষিণী তারকাদের মধ্যে আমন্ত্রিত সুপারস্টার রজনীকান্ত থেকে চিরঞ্জিবী, প্রভাস, ধনুশ, ঋষভ শেট্টি সহ আরও কত কে! তবে তারকাদের ভিড়ে আমন্ত্রিতদের তালিকায় তিন সুপারস্টার 'খান' শাহরুখ, সলমন, আমিরের নাম শোনা যাচ্ছে না। তাঁদের আদৌ আমন্ত্রণ জানানো হয়েছে কিনা সেটা স্পষ্ট নয়। তবে শুধু বড়পর্দা নয়, আমন্ত্রণ পৌঁছেছে কিছু টেলিপর্দার তারকাদের কাছেও। অনুষ্ঠানে আমন্ত্রিত টেলিভিশনের জনপ্রিয় রাম-সীতা অরুণ গোভিল এবং দীপিকা চিখালিয়া। যদিও রামায়ণের 'লক্ষণ' খ্যাত অভিনেতা সুনীল লহরি নাকি আমন্ত্রণ পাননি। যা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। এদিকে সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি ক্রীড়া দুনিয়ারও বহু তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

এদিকে ২০২৪-এর ২২ জানুয়ারি অযোধ্যার মন্দিরে স্থাপিত হবে বিরাট রামলালার মূর্তি। ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ আরও অনেকেই থাকেন। আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী দলের সাংসদ, বিধায়কদেরও। ওই দিন আবার আমন্ত্রিত দেশের বিভিন্ন সম্প্রদায়ের ৪ হাজার সাধু।। শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের তথ্য অনুসারে, ১০,০০০-১৫,০০০ লোকের জন্য ব্যবস্থা করা হয়েছে। জানা যাচ্ছে ১ জানুয়ারি থেকেই রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানের প্রচার শুরু করবে বিজেপি। দেশের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে প্রায় ১০ কোটি পরিবারকে রামমন্দিরে প্রদীপ জ্বালানোর কর্মসূচিতে উৎসাহিত করা হবে।

 

বায়োস্কোপ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল শুক্রে অতি ভারী বৃষ্টি ৬ জেলায়, জারি কমলা সতর্কতা, ভাসবে আরও ৯টি, শনিতে কোথায়? ১১ জনে ঘিরে ধরে দুর্গরক্ষা, ভনের ছেলের ১১ উইকেটে হারতে হারতে জয় সামারসেটের-Video 'জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে মৃত্যু', যুবকের স্ত্রীকে চাকরি দেওয়ার ভাবনা এত রাগ কোথা থেকে এল?প্যারালিম্পিক্সে সোনাজয়ী নভদীপকে প্রশ্ন প্রধানমন্ত্রী মোদীর বসিরহাটে শাহজাহানকে পরপর গুলি, ‘এত ভালো ছেলে, কে গুলি চালাল?’ ধন্দে পরিবার ‘আলোচনার জন্য বিজেপির মুখ্যমন্ত্রীদের এতক্ষণ অপেক্ষা করতে দেখেছেন?’ লিখল তৃণমূল মমতার মন্তব্যকে বিদ্রুপ ঋত্বিকের, বললেন, 'কেউ ঘাড় ধরে উৎসবে ফেরাতে পারে না'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.