বাংলা নিউজ > ঘরে বাইরে > Smriti Irani: 'প্রধানমন্ত্রী মোদীর প্রতি বিদ্বেষ দেশের প্রতি অপমানে রূপান্তরিত হয়েছে', বক্তা স্মৃতি ইরানি

Smriti Irani: 'প্রধানমন্ত্রী মোদীর প্রতি বিদ্বেষ দেশের প্রতি অপমানে রূপান্তরিত হয়েছে', বক্তা স্মৃতি ইরানি

স্মৃতি ইরানি।  (PTI Photo)(PTI03_27_2023_000138B) (PTI)

স্মৃতি ইরানি বলেন, ‘রাজনৈতিক হতাশার কারণে, প্রধানমন্ত্রী মোদীর প্রতি রাহুল গান্ধীর ঘৃণা এখন গোটা দেশের অপমানে রূপান্তরিত হয়েছে। প্রধানমন্ত্রীকে অপমানের সময় উনি ভেবেছিলেন যে, ওবিসি সম্প্রদায়কে অপমান করা খুবই জ্ঞানগর্ভ বিষয় হবে।’

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের পর থেকে কংগ্রেস বনাম বিজেপি সংঘাতের পারদ ক্রমাগত চড়ছে মঙ্গলবার নতুন করে বিজেপি নিশানা তাক করেছে কংগ্রেসের দিকে। এদিন বিজেপির তরফে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, প্রধানমন্ত্রী মোদীর প্রতি বিদ্বেষ দেশের বিরুদ্ধে অপমানে রূপান্তরিত হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে মোদী পদবী নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের জেরে তাঁকে সুরাট কোর্ট ২ বছরের সাজা শুনিয়েছে। তারপরই রাহুলের সাংসদপদ বাতিল হয়।

এক সাংবাদিক সম্মেলনে স্মৃতি ইরানি বলেন, ‘রাজনৈতিক হতাশার কারণে, প্রধানমন্ত্রী মোদীর প্রতি রাহুল গান্ধীর ঘৃণা এখন গোটা দেশের অপমানে রূপান্তরিত হয়েছে। প্রধানমন্ত্রীকে অপমানের সময় উনি ভেবেছিলেন যে, ওবিসি সম্প্রদায়কে অপমান করা খুবই জ্ঞানগর্ভ বিষয় হবে।’ স্মৃতি ইরানি বলেন, ‘তিনি (রাহুল গান্ধী) সংসদে প্রধানমন্ত্রী মোদীকে কথা শুনিয়েছেন নিচুমানের এবং অভিযুক্ত করেছেন কিন্তু নিজের স্বাক্ষর দিয়ে নিজের বক্তব্য যাচাই করার কাজটি করতে পারেননি।’ স্মৃতি ইরানি বলছেন, ‘ কোনও ব্যক্তিকে গালি দেওয়ার জন্য রাহুল গান্ধীকে আদালত দোষী সাব্যস্ত করেনি বরং তা করেছে ওবিসি সম্প্রদায়কে গালি দেওয়ার জন্য, আর তা প্রতিটি নাগরিক জানেন।’ ক্ষোভের সুর চড়িয়ে স্মৃতি ইরানি বলছেন, ‘এটা প্রথমবার নয়। গান্ধী পরিবার দলিত ও পিছিয়ে পড়া মানুষকে বহুবার অপমানের চেষ্টা করেছেন। যখন আদিবাসী সম্প্রদায় থেকে কোনও মহিলা রাষ্ট্রপতি হয়েছেন, এমনকি দ্রৌপদী মুর্মুকে কংগ্রেস সদস্য অপমান করেছেন গান্ধী পরিবারের নির্দেশে।’ ( 'অবশ্যই মেনে চলব...', বাংলো ছাড়ার নোটিশের জবাবে চিঠিতে যা লিখলেন রাহুল)

( শিয়রে ২০২৪ লোকসভা ভোট! রণকৌশল সাজিয়ে বিজেপি সাংসদদের জন্য বড় বার্তা মোদীর)

(‘মাখন লাগাতে পারব না, কাজ পছন্দ হলে ভোট দিন, না হলে দেবেন না,’ বার্তা গডকড়ির)

এখানেই শেষ নয়। স্মৃতি ইরানি তাঁর আক্রমণের রেশ জারি রেখে বলেন, ‘এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল গান্ধী বলেছেন, যতক্ষণনা নরেন্দ্র মোদীর ভবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, ততক্ষণ তিনি এই আক্রমণ চালিয়ে যাবেন। যখন গান্ধী পরিবার ক্ষমতায় ছিল তখন থেকেই প্রধানমন্ত্রী মোদীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন তাঁরা, তবে তাঁরা ভয়ানকভাবে ব্যর্থ হয়েছেন।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

শ্যুটিং সেটের দেওয়াল পড়ল পিঠে! দুর্ঘটনায় গুরুতর আহত গায়িকা তুলসী কুমার এ দৃশ্য আগে কখনও দেখেছে বিশ্বফুটবল…! বুন্দেসলিগায় অবাক কীর্তি…আজব পেনাল্টি উপহার ধৌলাগিরি শৃঙ্গ জয় করতে এসে প্রাণ গেল ৫ রুশ পর্বতারোহীর, মিলল দেহের খোঁজ পাকিস্তানেও ঘটা করে পালিত হচ্ছে দুর্গাপুজো, ভিডিয়ো দেখে অবাক নেটিজেনরা বলছেন… ডিউটি না করলে চাকরি ছাড়ুন, ডাক্তারদের হুঁশিয়ারি কুণালের,আপনি নিট দিন,পালটা জবাব 'অন্তরের বাচ্চাটা আজ বেজায় খুশি!' বেন ১০ এর টাইটেল ট্র্যাক গাইছেন সুনিধি চৌহান! সৌর ও জলবিদ্যুৎ প্রকল্পে হাত অনিল আম্বানির, ভুটানে রিলায়েন্সের বড় ব্যবসা শুরু বেশি মাইনের আশায় PSU সংস্থার অফার ছেড়ে দিচ্ছেন শিক্ষার্থীরা-IIT Mandi পুজোয় রসনা তৃপ্ত হোক দক্ষিণী স্টাইলের কাঁকড়া রোস্টে, রেঁধে ফেলুন এভাবে ICC Women's T20I Rankings: হরমনপ্রীতের লম্বা জাম্প, পিছিয়ে পড়লেন স্মৃতি-দীপ্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.