বাংলা নিউজ > ঘরে বাইরে > বাবা মায়ের খুনীকে ধরিয়ে দিতে পারলে ২১২ কোটি টাকা পুরস্কার, বিরাট ঘোষণা ছেলের

বাবা মায়ের খুনীকে ধরিয়ে দিতে পারলে ২১২ কোটি টাকা পুরস্কার, বিরাট ঘোষণা ছেলের

বেরি শেরম্য়ান ও তার স্ত্রীকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। ফাইল ছবি

সিকিউরিটি ক্যামেরার ছবিই সামনে এনেছিল পুলিশ। সেখানে দেখা যায় ওই সন্দেহভাজন টুপি পরে রয়েছে। তার মুখ দেখা যাচ্ছে না। উচ্চতা প্রায় ৫ ফুট ৬ থেকে ৫ ফুট ৯।

বছর পাঁচেক আগের ঘটনা। টরেন্টোর বাড়িতে ওষুধ কোম্পানির ধনকুবের দম্পতির দেহ উদ্ধার করেছিল পুলিশ। এবার সেই ঘটনায় খুনীদের সন্ধান পেতে ৩৫ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করল তাঁদেরই সন্তান । টাকার অঙ্কে প্রায় ২১২ কোটি। খুনীদের সম্পর্কে সূত্র দিতে পারলেই এই বিপুল অঙ্কের অর্থ তুলে দেওয়া হবে।

২০১৭ সালের ১৫ ডিসেম্বর। ব্যারি শেরম্যান ও তার স্ত্রীর নিথর দেহ মিলেছিল বাড়ি থেকে। তাঁদের বাড়ির ভেতর একটি সুইমিং পুল ছিল। সেখানেই রেলিংয়ের সঙ্গে বেল্ট দিয়ে ঝোলানো ছিল তাদের দেহ। এরপরই এনিয়ে তুমুল রহস্য দানা বাঁধে। কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এদিকে ওই দম্পতির সন্তান জোনাথন শেরম্য়ান সিবিসি টরেন্টোকে জানিয়েছেন, খুনীকে গ্রেফতারির জন্য় সূত্র দিতে পারলে ২৫ মিলিয়ন ডলার পুরষ্কার দেওয়ার কথা পরিবারের তরফে বলা হয়েছে। এবার আরও ১০ মিলিয়ন ডলার দেওয়া হবে খুনীদের সম্পর্কে জানাতে পারলে। সব মিলিয়ে পুরষ্কারের পরিমাণ ৩৫ মিলিয়ন ডলার।

এদিকে ওই দম্পতির পুত্রের দাবি, জড়িতদের ধরতে না পারলে কেসটা বন্ধ করা যাবে না।

এদিকে গত বছর পুলিশ একটি ভিডিয়ো প্রকাশ করেছিল। খুনের ঘটনায় অভিযুক্তের সম্পর্কে কিছু ইঙ্গিত ছিল ভিডিয়োতে। পুলিশের তরফে বলা হয়েছিল খুনের সময়কালে শেরম্যানের বাড়ির কাছে আনাগোনা ছিল এক সন্দেহভাজনের। 

সিকিউরিটি ক্যামেরার ছবিই সামনে এনেছিল পুলিশ। সেখানে দেখা যায় ওই সন্দেহভাজন টুপি পরে রয়েছে। তার মুখ দেখা যাচ্ছে না। উচ্চতা প্রায় ৫ ফুট ৬ থেকে ৫ ফুট ৯।

এদিকে ওই দম্পতির মৃত্যুকে ঘিরে সেই সময় ব্যাপক শোরগোল পড়েছিল। তারা আত্মহত্যা করেছেন নাকি খুন করা হল তা নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে পুলিশ জানিয়েছিল খুন করা হয়েছিল দম্পতিকে।

বন্ধ করুন