বাংলা নিউজ > ঘরে বাইরে > Supreme Court Hearing Live Streaming: সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের সমস্ত শুনানির লাইভ-স্ট্রিমিং আজ থেকে

Supreme Court Hearing Live Streaming: সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের সমস্ত শুনানির লাইভ-স্ট্রিমিং আজ থেকে

সুপ্রিম কোর্ট (HT File Photo) (HT_PRINT)

প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে সব বিচারপতি সর্বসম্মতিক্রমে লাইভ-স্ট্রিমিংয়ের পক্ষেই মত দেন। ২০১৮ সালে এই নিয়ে যে নজিরবিহীন রায়দান হয়েছিল, তার প্রায় চার বছর পর এটি বাস্তবায়িত হল আজ থেকে।

সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের সমস্ত শুনানি আজ থেকে লাইভ-স্ট্রিম করা হবে। আদালতের নিজস্ব প্ল্যাটফর্মে এই লাইভ-স্ট্রিমিং হবে। তবে প্রাথমিক ভাবে ইউটিউবের মাধ্যমে সম্প্রচারিত করা হবে এই শুনানিগুলি। এর আগে গত ২০ সেপ্টেম্বর লাইভ-স্ট্রিমিংয়ের পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন সুপ্রিম কোর্টের সকল বিচারপতিরা। প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে সব বিচারপতি সর্বসম্মতিক্রমে লাইভ-স্ট্রিমিংয়ের পক্ষেই মত দেন। ২০১৮ সালে এই নিয়ে যে নজিরবিহীন রায়দান হয়েছিল, তার প্রায় চার বছর পর এটি বাস্তবায়িত হল আজ থেকে।

বর্তমানে সাংবিধানিক বেঞ্চের সামনে বিচারাধীন মামলাগুলি হল - অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণ সংক্রান্ত আইনের বৈধতা, দাউদি বোহরা সম্প্রদায়ের ধর্মীয় অনুশীলন, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং ১৯৮৪ সালের ভোপাল গ্যাস লিক দুর্ঘটনায় আক্রান্তদের জন্য বর্ধিত ক্ষতিপূরণ। এই মামলাগুলির লাইভ স্ট্রিমিং করা হবে এবার।

এর আগে সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয়সিং প্রধান বিচারপতিকে চিঠি লিখে সাংবিধানিক বেঞ্চের কার্যক্রমের লাইভ স্ট্রিমিংয়ের আবেদন করেন। তবে এক বিজেপি নেতা কেএন গোবিন্দাচার্য এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। গোবিন্দাচার্যের হয়ে তাঁর আইনজীবী সওয়াল করেন, সুপ্রিম কোর্টের কার্যক্রমের কপিরাইট ইউটিউবের মতো কোনও বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া যায় না। তাঁর যুক্তি, ‘এই আদালতে যে সব বিষয় রেকর্ড হচ্ছে, সম্প্রচার হচ্ছে, তার অধিকার শুধুমাত্র এই আদালতের কাছেই থাকা উচিত।’ এর প্রেক্ষিতে বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, ‘এগুলি প্রাথমিক পর্যায়ে ইউটিউবে সম্প্রচারিত করা ববে৷ পরে অবশ্যই এই কাজের জন্য আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম থাকবে। আমরা কপিরাইটের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখব৷’

 

বন্ধ করুন