কিছুটা স্বস্তিতে বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেন। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন এক মহিলা। দিল্লি হাইকোর্ট এনিয়ে এফআইআর করার নির্দেশ দিয়েছিল। তবে সোমবার সুপ্রিম কোর্টের তরফে দিল্লি হাইকোর্টের এই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে বিচারপতিদের বেঞ্চ নোটিশ জারি করে দিল্লি সরকারের কাছ থেকে জবাব চেয়েছে। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে। এদিকে ২০১৮ সালের সেই ধর্ষণের মামলায় ট্রায়াল কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন শাহনাওয়াজ হুসেন। সেই আবেদনকে খারিজ করে এফআইআর করার জন্য দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট।
এফআইআর করার ক্ষেত্রে পুলিশ উদাসীন ছিল বলেও উল্লেখ করা হয়েছিল কোর্টের নির্দেশে। প্রসঙ্গত দিল্লির বাসিন্দা এক মহিলা হুসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এফআইআর করার জন্য নিম্ন আদালতে আবেদন করেছিলেন।
এদিকে হাইকোর্টের তরফে জানানো হয়েছিল কেন এফআইআর করা হয়নি তা নিয়ে কোনও ব্যাখ্যা দিতে পারেনি পুলিশ। আদালতের তরফে জানানো হয়েছিল, এফআইআর কোনও অপরাধের তদন্তের অন্য়তম ভিত্তি।তবে তদন্ত করার পরেই সেটি প্রমাণিত হয় যে আদৌ দোষটি হয়েছে নাকি হয়নি।
২০১৮ সালে ওই বিজেপি নেতা ট্রায়াল কোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে অভিযোগ তোলা হচ্ছে তার কোনও ভিত্তি নেই। তবে পরবর্তী সময় নিম্ন আদালত এফআইআর করার নির্দেশ দিয়েছিল।