বাংলা নিউজ > ঘরে বাইরে > LGBTQIA+দের জন্য বড় পদক্ষেপে সুপ্রিম কোর্ট, আদালত চত্বরে বিশেষ বন্দোবস্ত প্রধান বিচারপতির নির্দেশে

LGBTQIA+দের জন্য বড় পদক্ষেপে সুপ্রিম কোর্ট, আদালত চত্বরে বিশেষ বন্দোবস্ত প্রধান বিচারপতির নির্দেশে

এলজিবিটিকিউএআইএ-ভূক্তদের জন্য বিশেষ বন্দোবস্ত সুপ্রিম কোর্টে। প্রতীকী ছবি।

সুপ্রিম কোর্টের ভবনের বিভিন্ন জায়গায় ৯ টি ইউনিভার্সাল রেস্ট রুমের বন্দোবস্ত করা হয়েছে। একথা জানিয়েছে, সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি। সুপ্রিম কোর্টের মূল ভবন ও আনুষাঙ্গিক এলাকায় এই ৯ টি রেস্ট রুম থাকছে।

সমলিঙ্গের বিবাহে সুপ্রিম রায় কোনদিকে যাবে, তা নিয়ে যখন বিস্তর চর্চা দেশজুড়ে, তখনই উঠে এল সুপ্রিম কোর্টের বড় পদক্ষেপ। এলজিবিটিকিউএআইএ-ভূক্তদের জন্য এবার দেশের শীর্ষ আদালতে বিশেষ বন্দোবস্ত করা হচ্ছে। নয়টি ‘ইউনিভার্সাল রেস্ট রুম’ তৈরি করা হচ্ছে সেখানে। যে জায়গায় অবাধে বসার ব্যবস্থা থাকবে সকলের। এক বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নির্দেশে এই নয়া বন্দোবস্ত করা হচ্ছে।

সুপ্রিম কোর্টের ভবনের বিভিন্ন জায়গায় ওই ৯ টি ইউনিভার্সাল রেস্ট রুমের বন্দোবস্ত করা হয়েছে। একথা জানিয়েছে, সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তি। সুপ্রিম কোর্টের মূল ভবন ও আনুষাঙ্গিক এলাকায় এই ৯ টি রেস্ট রুম থাকছে। এছাড়াও অনলাইন অ্যাপিরেন্স পোর্টালে সুপ্রিমকোর্ট সমস্ত লিঙ্গের সমানাধিকারের বার্তা দিয়েছে। ওই বছরের শুরুতেই সেই পোর্টাল প্রকাশ্যে আসে। এছাড়াও সিনিয়র আইনজীবী ড.মানেকা গুরুস্বামীকে ‘জেন্ডার সেনসেটাইজেশন অ্যান্ড ইন্টারনাল কম্প্লেইন্ট কমিটি’র সদস্য করা হয়েছে। এই কমিটিতে  এলজিবিটিকিউএআইএ- ভূক্তদের থেকে কোনও সদস্য ছিলনা। এমন গোষ্ঠীভূক্তদের কোনও প্রতিনিধি ওই কমিটিতে না থাকার ফলে আইনজীবী রোহিত ভাট বিষয়টি তুলে ধরেন। তিনি এই মর্মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠিও লেখেন। এরপরই বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্বে থাকা ডিওয়াই চন্দ্রচূড় এই মর্মে ব্যবস্থা গ্রহণ করেন।

( উদ্ধার ইনসাস রাইফেল, কার্তুজ, জানাল সেনা ! ভাটিন্ডাকাণ্ডে FIR এর কী উঠে এল)

এছাড়াও ‘জেন্ডার সেনসেটাইজেশন অ্যান্ড ইন্টারনাল কম্প্লেইন্ট কমিটি'কে ‘জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি সেনসেটাইজেশন অ্যান্ড ইন্টারনাল কম্প্লেইন্ট কমিটি’র রূপ দেয়ার বিষয়টিও রয়েছে ভাবনায়। উল্লেখ্য, পরিবর্তিত পরিস্থিতিতে নানান দিক থেকেই সংস্কারের পদক্ষেপ দেখা যাচ্ছে। দেশের আইন, বিভিন্ন কাজের পদ্ধতিতে সেই পরিবর্তন এসেছে। এবার সুপ্রিম কোর্ট তার ভবনের অন্দরে এই বড়সড় পদক্ষেপ নিয়ে সেই পরিবর্তনের প্রক্রিয়ায় শামিল থাকার বার্তা দিল সুপ্রিম কোর্ট।

 এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন