HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > রাজনৈতিক কারণে ২৬/১১-র মুম্বই হামলার চক্রীরা এখনও সুরক্ষিত: UN বৈঠকে জয়শঙ্কর

রাজনৈতিক কারণে ২৬/১১-র মুম্বই হামলার চক্রীরা এখনও সুরক্ষিত: UN বৈঠকে জয়শঙ্কর

UN-এর বিবেচনার জন্য পাঁচটি পয়েন্টের একটি রূপরেখা তুলে ধরেন তিনি। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস মোকাবিলা কমিটির বিশেষ বৈঠকের অংশ ছিল এটি। ২৬/১১ মুম্বই হানার কেন্দ্রস্থল, মুম্বইয়ের তাজ মহল প্যালেস হোটেলেই এই আলোচনা হয়।

ফাইল ছবি: পিটিআই

২৬/১১-র মুম্বই হামলার অপরাধীদের আনার কাজ অসমাপ্ত রয়ে গিয়েছে। আর তার কারণ একটাই। এই ভয়ঙ্কর হামলার মূল চক্রীরা সুরক্ষিত অবস্থায় লুকিয়ে আছে। শুক্রবার এমনটাই বললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি দাবি করেন, রাজনৈতিক বিবেচনার কারণে কিছু সন্ত্রাসবাদীকে নিরাপত্তা পরিষদ নিষিদ্ধ করতে পারেনি।

রাষ্ট্রসংঘে 'স্থানীয় প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ ও তার অর্থায়ন মোকাবিলা' শীর্ষক বৈঠকে নিজের এই মত প্রকাশ করেন বিদেশমন্ত্রী। UN-এর বিবেচনার জন্য পাঁচটি পয়েন্টের একটি রূপরেখা তুলে ধরেন তিনি। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস মোকাবিলা কমিটির বিশেষ বৈঠকের অংশ ছিল এটি। ২৬/১১ মুম্বই হানার কেন্দ্রস্থল, মুম্বইয়ের তাজ মহল প্যালেস হোটেলেই এই আলোচনা হয়।

এস জয়শঙ্কর বলেন, 'সন্ত্রাসবাদীদের মধ্যে একজনকে জীবিত ধরা হয়েছিল। ভারতের সর্বোচ্চ আদালতে বিচার হয়েছিল এবং দোষী সব্যস্ত করা হয়েছিল। কিন্তু ২৬/১১ হামলার মূল ষড়যন্ত্রকারী এবং পরিকল্পনাকারীরা এখনও নিরাপদে রয়ে গিয়েছে।' তিনি আরও বলেন, 'দুঃখজনক বিষয় হল, নিরাপত্তা পরিষদ রাজনৈতিক বিবেচনার কারণে কিছু ক্ষেত্রে এই সন্ত্রাসবাদীদের নিষিদ্ধ ঘোষণা করতে পারেনি। এটি আমাদের যৌথ বিশ্বাসযোগ্যতা এবং আমাদের সম্মিলিত স্বার্থকে ক্ষুণ্ন করে।' আরও পড়ুন: দেশের সব রাজ্যে পুলিশের একই ইউনিফর্ম? চিন্তন শিবিরে ‘ভেবে দেখার’ বার্তা মোদীর

সন্ত্রাসবাদ দমনে জয়শঙ্করের ৫ দাওয়াই

ফাইল ছবি: পিটিআই

সন্ত্রাসবাদী কার্যকলাপের অর্থায়নের বিষয়ে জয়শঙ্কর বলেন, 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মূল দিকগুলির মধ্যে অন্যতম হল, এর অর্থায়নকে দমন করা। কারণ এই টাকার মূলধনই হল সন্ত্রাসবাদের প্রাণ। বাস্তব এটাই যে, সন্ত্রাসবাদের অস্তিত্ব অব্যাহত রয়েছে। ক্রমেই তা প্রসারিত হচ্ছে। এটি একটি অন্তর্নিহিত ছবি তুলে ধরছে। এর থেকে এটাই প্রমাণ হয় যে, সন্ত্রাসবাদীরা প্রয়োজনীয় আর্থিক সংস্থান পাচ্ছে।'

জয়শঙ্কর রাষ্ট্রসংঘ কমিটির বিবেচনার জন্য পাঁচটি পয়েন্ট উল্লেখ করেন। পাকিস্তানের নাম না করে তিনি FATF-এর উল্লেখ করেন। FATF-এর সম্পূর্ণ অর্থ হল, ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। এই সংগঠন সম্প্রতি পাকিস্তানকে তাদের ধূসর তালিকা থেকে বাদ দিয়েছে।

জয়শঙ্কর যে পাঁচটি বিষয় তুলে ধরেন, সেগুলি হল:

১. সন্ত্রাসবাদী কার্যকলাপের অর্থায়ন প্রতিরোধে কার্যকর ও দীর্ঘমেয়াদী প্রচেষ্টা চালাতে হবে। এফএটিএফ-এর মতো অন্যান্য ফোরামের সঙ্গে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রসংঘের প্রচেষ্টাকে সর্ব-সমন্বিত করতে হবে।

২. শুধুমাত্র রাজনৈতিক কারণে যেন নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত অকার্যকর না হয় তা নিশ্চিত করতে হবে।

৩. আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতা এবং সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল ধ্বংস করে ফেলতে হবে। এভাবে সন্ত্রাসবাদী এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৪. অস্ত্র এবং অবৈধ মাদক পাচারের মত আন্তর্জাতিক সংগঠিত অপরাধের সঙ্গে সন্ত্রাসবাদের যোগসূত্র এখন বেশ স্পষ্ট ও প্রমাণিত। এটি চিহ্নিত করা গুরুত্বপূর্ণ।

৫. সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি বিভিন্ন সূত্র মারফত টাকা সংগ্রহ করছে। ফলে সন্ত্রাসবাদীদের ব্যবহৃত নতুন প্রযুক্তির মোকাবিলায় আমাদের উদ্ভাবনী সমাধান থাকা প্রয়োজন।

মুম্বই হামলার কথা স্মরণ করে জয়শঙ্কর বলেন, '১৪ বছর আগে, মুম্বই আমাদের সমসাময়িক সবচেয়ে মর্মান্তিক সন্ত্রাসবাদী হামলার সাক্ষী হয়েছিল। মাত্র চার দিনের ব্যবধানে ১৪০ ভারতীয় এবং ২৩টি অন্যান্য দেশের ২৬ জন নাগরিক প্রাণ হারান। প্রকৃতপক্ষে, পুরো শহরটিই সীমান্তের ওপার থেকে আসা সন্ত্রাসবাদীদের জিম্মায় চলে গিয়েছিল।' আরও পড়ুন : Jadavpur University: আর্থিক সংকটে যাদবপুর বিশ্ববিদ্যালয়, টাকা দিচ্ছে না সরকার?

আবেগঘন জয়শঙ্কর বলেন, আক্রান্তদের মধ্যে সাধারণ মুম্বইবাসীরাও ছিলেন। তিনি বলেন, হামলা শুধু মুম্বই নয়, বিশ্ববাসীর উপর। হত্যার আগে নির্দিষ্ট দেশের নাগরিকদের চিহ্নিত করা হয়েছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য রাষ্ট্রসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রকে যেন প্রকাশ্যে চ্যালেঞ্জ করা হয়েছিল। 'তারপর থেকে, আমরা এই হামলার মাস্টারমাইন্ড এবং অপরাধীদের বিচারের আওতায় আনার চেষ্টা করেছি। কিন্তু এই কাজটি অসমাপ্ত রয়ে গিয়েছে। তাই, আজ এই স্থানে UNSC কাউন্টার-টেররিজম কমিটির একত্রিত হওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ,' বলেন বিদেশমন্ত্রী।

সন্ত্রাস-বিরোধী এই বৈঠকের আয়োজনের জন্য কেন্দ্র সরকার তাজমহল প্যালেস হোটেলই বেছে নিয়েছিল। এর ফলে যেন সন্ত্রাসবাদীদের উদ্দেশে কড়া বার্তা দিল কেন্দ্র। এই বৈঠকে ঘানার বিদেশমন্ত্রী শার্লি আয়রকর বোচও; গ্যাবনের বিদেশমন্ত্রী মাইকেল মুসা-আদামো; সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাশিমি, ব্রিটেনের বিদেশ সচিব জেমস ক্লিভারলি; আলবেনিয়ার উপ-বিদেশমন্ত্রী মেগি ফিনো এবং রাষ্ট্রসংঘের ডেপুটি সেক্রেটারি ভ্লাদিমির ভোরনকভ যোগ দেন। ঋষি সুনাক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে এটিই ব্রিটেনের প্রথম উচ্চ পর্যায়ের সফর।

ঘরে বাইরে খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল SRH-কে হারিয়ে CSK,LSG সহ অন্যদের সুবিধে করে দিল MI,নিজেরাও ডুবতে ডুবতে ভেসে থাকল ‘রচনার কাণ্ডকারখানা কমেডি শোকেও হার মানায়’,হুগলির TMC প্রার্থীকে আক্রমণ পাপিয়ার জানার ৩ ঘণ্টার মধ্যে ভুয়ো কনটেন্ট সরিয়ে ফেলুন, বড় নির্দেশ কমিশনের আসন কি টলমল? ঋষি সুনাক সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে লিব ডেমোক্র্যাটরা রাতের ওয়াংখেড়েতে সূর্যোদয়, ঝোড়ো শতরান করে MI-কে জেতালেন স্কাই, ধাক্কা খেল SRH T20 বিশ্বকাপের নতুন জার্সি প্রকাশ পাকিস্তানের, নকশায় টক্কর টিম ইন্ডিয়াকে ‘আমি মাঝগঙ্গায়, ভয়ানক ছবি দেখছি,পুরো ডেকটা…’, প্রবল বর্ষণে মহা বিপদে দিতিপ্রিয়া! 'রাহুলের যাত্রার সময় মদ অফার করেছিল,' কংগ্রেস ছেড়েই সরব রাধিকা

Latest IPL News

রাতের ওয়াংখেড়েতে সূর্যোদয়, ঝোড়ো শতরান করে MI-কে জেতালেন স্কাই, ধাক্কা খেল SRH ‘ক্রিকেট না খেলে ব্যবসা করলে ওরা আমায় ঠকিয়ে দিত’, কাদের কথা বললেন বিরাট? ভিডিয়ো LSG vs KKR: রাসেল মিডল ওভারে উইকেট নিয়ে চাপ কমিয়ে দেয়, প্রশংসায় পঞ্চমুখ রানা ফের একটা ফ্লাইং কিস হয়ে যাক? ১ ম্যাচ ব্যানের পরে রানাকে ট্রোল KKR তারকার 'ধোনিকে খুব সম্মান করি', গোল্ডেন ডাকের পরেও উচ্ছাস করলেন না কিংসদের এই ক্রিকেটার IPL 2024-ম্যাচ বাঁচাতে ভোকাল টনিক ঋদ্ধির, বিরাটের কাছে খেলেন গালাগাল IPL 2024- নাইট রাইডার্সের হোটেলে হঠাৎ এরা কারা! গম্ভীর-শ্রেয়সের সঙ্গে দেখা করলেন টি২০ বিশ্বকাপে নাশকতার ছক পাকিস্তানের জঙ্গি সংগঠনের, কি ব্যবস্থা নিচ্ছে ICC? ঘরের মাঠে না জিতলে কিচ্ছু হবে না, পঞ্জাবের খেলায় হতাশ হয়ে হাল ছাড়লেন প্রীতি! বিরাট-রোহিত নয়, বিশ্বকাপে যশস্বীকে আউট করতে মুখিয়ে রাজস্থান দলের বিদেশি সতীর্থ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ