ব্রিটেনের অন্যতম জনপ্রিয় ইসলাম প্রচারক অঞ্জেম চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের তিনটি মামলা দায়ের করল মেট্রোপলিটান পুলিশ। পূর্ব লন্ডনের ৫৬ বছর বয়সি এই প্রচারকের বিরুদ্ধে রবিবার ব্রিটিশ সন্ত্রাসবাদ আইন, ২০০০-এর ১১ নং ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগ, অঞ্জেম নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিলেম। এছাড়া আরও দু'টি অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাঁকে। নিষিদ্ধ সংগঠনের পক্ষে সমর্থন আদায়ের জন্য মিটিংয়ে বক্তৃতা করার জন্য ব্রিটিশ সন্ত্রাসবাদ আইনের ১২(৩) নং ধারায় মামলা হয়েছে অঞ্জেমের বিরুদ্ধে। এছাড়াও একটি জঙ্গি সংঘঠনকে সরাসরি দিকনির্দেশনা দেওয়ারও অভিযোগ রয়েছে অঞ্জেমের বিরুদ্ধে। এই আবহে তাঁর বিরুদ্ধে ব্রিটিশ সন্ত্রাসবাদ আইন, ২০০০-এর ৫৬ নং ধারায় মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, এই অঞ্জেম চৌধুরী পাক বংশোদ্ভূত। অঞ্জেমের ঘনিষ্ঠ বহু ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তাঁর ঘনিষ্ঠ সহযোগী এবং প্রচারক আবু ইজাদিনকে গতবছর হাঙ্গেরিতে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া মিজানুর রহমান নামক এক ধর্ম প্রচারকের সঙ্গেও যোগ রয়েছে অঞ্জেমের। এই মিজানুর আফ্রিকার কট্টরপন্থী সংগঠন বোকো হারামের প্রশংসা করেছিলেন। এদিকে অঞ্জেমের দেহরক্ষী মহম্মদ রেজা হকের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি আইএস-এর সঙ্গে যুক্ত।
অভিযোগ, ২০১৫ সাল পর্যন্ত ব্রিটেনে যত সন্ত্রাসবাদী হামলা বা কার্যকলাপ হয়েছে, তার মধ্যে প্রায় ৪০ শতাংশই অঞ্জেমের গোষ্ঠী করেছে। ২০১৪ সালে নাকি এক স্কাইপ কলের মাধ্যমে সরাসরি ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত হয়েছিলেন অঞ্জেম। অবশ্য এরও আগে, গত ১৯৯৬ সালে ওমর বাকরি মুহাম্মদের সঙ্গে মিলে ব্রিটেনে ইসলামপন্থী আল-মুহাজিরুন সংগঠন গঠন করেছিলেন অঞ্জেম চৌধুরী। এই গোষ্ঠীটি লন্ডনে নিষিদ্ধ প্রতিবাদ মিছিল করত। তাছাড়া কয়েকটি পশ্চিমী দুনিয়া বিরোধী বিক্ষোভের আয়োজনও করেছিল তারা। ২০১০ সালে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে ব্রিটিশ সরকার। সেখান থেকে এই সংগঠন অন্য বিভিন্ন নামে চলতে থাকে। ২০১৬ সালে অঞ্জেমকে পাঁচ বছরের কারদণ্ডের সাজা শোনানো হয়েছিল। তবে ২০১৮ সালেই জেল থেকে মুক্তি পান তিনি। যদিও জনসমক্ষে ভাষণ রাখার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল তাঁর ওপর। ২০২১ সালে অবশ্য সেই নিষেধাজ্ঞা উঠে যায়। এরপর ফের অনলাইনে প্রচার শুরু করেছিলেন অঞ্জেম। এবার ফের তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদের তিনটি ধারায় মামলা রুজু করল লন্ডন পুলিশ।