বাংলা নিউজ > ঘরে বাইরে > Multibagger Share: এই বাজারেও ফাটাফাটি রিটার্ন দিচ্ছে এই ৩টি স্টক!

Multibagger Share: এই বাজারেও ফাটাফাটি রিটার্ন দিচ্ছে এই ৩টি স্টক!

ফাইল ছবি : রয়টার্স (REUTERS)

খারাপ বাজারেও বেশ কিছু স্মল-ক্যাপ এবং পেনি স্টক আপার সার্কিটে। গত সপ্তাহের এমনই তিনটি শেয়ার হল- ইম্পেক্স ফেরো টেক লিমিটেড, রাজ রেয়ান ইন্ডাস্ট্রিজ এবং জেনিথ স্টিল পাইপস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

বাজার খারাপ বটে। কিন্তু মজার বিষয় হল, এর মধ্যেও বেশ কিছু স্মল-ক্যাপ এবং পেনি স্টক আপার সার্কিটে। গত সপ্তাহের এমনই তিনটি শেয়ার হল- ইম্পেক্স ফেরো টেক লিমিটেড, রাজ রেয়ান ইন্ডাস্ট্রিজ এবং জেনিথ স্টিল পাইপস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। শুধু এখনই নয়। গত এক বছরেও দুর্দান্ত রিটার্ন দিয়েছে। এই শেয়ারগুলি।

ইম্পেক্স ফেরো টেক (Impex Ferro Tech Ltd)

গত ২৭ মে ২০২২-এ এই শেয়ারটি ১০.৫৪ টাকা ছুঁয়ে ফেলেছিল। এটিই ৫২-সপ্তাহের সর্বোচ্চ ছিল। দুর্বল বাজারেও এমনটা সম্ভব?

গত বছর ১ জুন এই শেয়ারেরই দাম ছিল মাত্র ০.৭২ টাকা। ফলে এই শেয়ারে করে ১,৩৬৩% -এর বিশাল রিটার্ন মিলেছে।

ইম্পেক্স ফেরো টেকের মার্কেট ক্যাপ বর্তমানে ৯২.৬৮ কোটি টাকা।

রাজ রেয়ন ইন্ডাস্ট্রিজ (Raj Rayon Industries Ltd)

গত ২৭ মে ২০২২-এ এই শেয়ারের দাম ছিল ১৩.৮৬ টাকা। এই শেয়ারই ২০২১ সালের ২২ সেপ্টেম্বর ০.২১ টাকা ছিল।

অর্থাত্ প্রায় ৫,৯২৬% রিটার্ন হয়েছে। এই হিসাব অনুযায়ী, গত বছর যদি কেউ এই শেয়ারে ১ লক্ষ টাকা রাখতেন, সেক্ষেত্রে ৬০ লক্ষ টাকা ফেরত পেতেন।

জেনিথ স্টিল পাইপস অ্যান্ড ইন্স্ট্রিজ (Zenith Steel Pipes & Industries Ltd)

জেনিথ স্টিল পাইপস অ্যান্ড ইন্স্ট্রিজের শেয়ার এক বছরে ৬৯৫% রিটার্ন দিয়েছে। গত পাঁচ সপ্তাহেই এটি ১৯.৫৫% রিটার্ন দিয়েছে। গত বছরে এই শেয়ারের দাম ছিল মাত্র ১.৩০ টাকা। এখন সেটা বেড়ে হয়েছে ৭.৯৫ টাকা।

বন্ধ করুন