HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > বাংলাদেশে দুর্গাপুজো ঘিরে কড়া নিরাপত্তা, শর্ত বেঁধে দিল প্রশাসন

বাংলাদেশে দুর্গাপুজো ঘিরে কড়া নিরাপত্তা, শর্ত বেঁধে দিল প্রশাসন

গত বছর পুজোর সময় কুমিল্লার একটি মন্দিরে পবিত্র কোরআন অবমাননার সাজানো অভিযোগ তুলে ব্যাপক হামলা চালানো হয়৷ কুমিল্লায় অনেকগুলো মন্দির ও পুজোমণ্ডপ ভাঙচুর করা হয়৷ হিন্দুদের বাড়িতেও হামলা চালানো হয়৷

এবার নিরাপত্তার আশ্বাসে ঢাকা ও শর্তে বাঁধা দুর্গাপুজো। ছবি টুইটার

দুর্গাপুজোর আর মাত্র দুই সপ্তাহ বাকি৷ অতীত অভিজ্ঞতার কারণে এবার নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে৷ গত বছরের দুর্গাপুজো দুঃখজনক অভিজ্ঞতার মধ্য দিয়ে কেটেছে৷ আর সেই অভিজ্ঞতার আলোকে এবার সরকার পুজোর নিরাপাত্তায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছে৷ কিন্তু তারপরও কি নিরাপদ থাকবে পুজো? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নিরাপত্তার কোনও ত্রুটি রাখা হবে না৷ বুধবার রাতে তার কাছে সেই নিরাপত্তার বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা তো আমি গত ১১ তারিখেই বলে দিয়েছি৷ এর কোনও ব্যত্যয় হবে না৷’

গত বছর পুজোর সময় কুমিল্লার একটি মন্দিরে পবিত্র কোরআন অবমাননার সাজানো অভিযোগ তুলে ব্যাপক হামলা চালানো হয়৷ কুমিল্লায় অনেকগুলো মন্দির ও পুজোমণ্ডপ ভাঙচুর করা হয়৷ হিন্দুদের বাড়িতেও হামলা চালানো হয়৷ কোরআন অবমাননার কথিত ঘটনাার প্রতিক্রিয়ায় চাঁদপুরের হাজীগঞ্জ, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী ও রংপুরেও হিন্দুদের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার ঘটনা ঘটে৷ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি কুমিল্লায় স্বেচ্ছাসেবক থাকতো, তাহলে ওই ঘটনা ঘটতো না৷ কুমিল্লার মণ্ডপে একজন নিরাপত্তাকর্মী ছিল৷ তা-ও সে রাতে মণ্ডপ থেকে অনেক দূরের বেঞ্চে ঘুমিয়ে ছিল৷’

স্বরাষ্ট্রমন্ত্রী ১১ সেপ্টেম্বর তার মন্ত্রণালয়ে দুর্গাপুজোর নিরাপত্তা নিয়ে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন৷ সেখানে যেসব বিষয় উঠে আসে সেগুলো হলে:

১. পুজোমণ্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ছাড়াও ২৪ ঘণ্টা আনসার বাহিনী দায়িত্ব পালন করবে৷

২. গোয়েন্দা বিভাগের সদস্যরা নজরদারি করবেন৷

৩. সব পুজোমণ্ডপে বাধ্যতামূলভাবে সিসি ক্যামেরা লাগাতে হবে৷

৪. এমন জায়গায় পুজোমণ্ডপ করা যাবে না, যেখানে গাড়ি প্রবেশ করতে পারে না৷

৫. পুজোমণ্ডপের স্বেচ্ছাসেবকদের বাধ্যতামূলকভাবে হাতে আর্মব্যান্ড পরতে হবে৷

৬. পুজোয় যে-কোনও ধরনের গুজবের ব্যাপারে সতর্ক নজর রাখা হবে৷ বিশেষ করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করা হবে৷ কোনও ধরনের গুজব ছড়ানোকে কঠোর হাতে দমন করা হবে৷

৭. পুজোর সময় পুলিশ সদর দফতর এবং জেলা পর্যায়ে কন্ট্রোল রুম খোলা হবে৷ ২৪ ঘণ্টা কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে৷

৮. থাকবে ভ্রাম্যমাণ আদালত৷

৯. আজানের সময় পুজোমণ্ডপে বাদ্যযন্ত্রের শব্দ সহনীয় রাখতে বলা হয়েছে৷

দেশে এবার ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে পুজোর প্রস্তুতি নেয়া হচ্ছে৷ গত বছর ৩২ হাজার ১১৮টি মণ্ডপে পুজো হয়েছে৷ এবার মণ্ডপগুলোতে সব মিলিয়ে এক লাখ ৯২ হাজার আনসার থাকবেন৷ তবে মোট কতজন পুলিশ থাকবেন তা এখানও নির্ধারণ করা হয়নি৷ গত বছর কোভিডের সময় পুলিশ সদস্যদের ৩০ ভাগ আক্রান্ত বলে পুলিশ কম দেয়া হয়েছে৷ কিন্তু প্রশ্ন উঠেছে আনসারের ‘খরচ’ কারা বহন করবে৷ পুজো উদযাপন পরিষদের সাবেক সভাপতি কাজল দেবনাথ বলেন, ‘আনসারের মহাপরিচালক বলেছেন, পর্যাপ্ত আনসার আছে৷ কিন্তু বাজেট লাগবে৷ বাজেট কি আমরা দেবে? সরকার যদি বহন করে, তাহলে তো ভালো৷ এটা সরকারেরই দায়িত্ব৷’

তার কথা, ‘আমাদের দিক থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক মণ্ডপে ২৪ ঘণ্টা আমাদের পাঁচজন থাকবেন৷ কিন্তু দায়িত্ব সরকার ও রাষ্ট্রের৷ সরকার যদি ‘মিন’ করে তাহলে নিরাপত্তা দেয়া সম্ভব৷’ তিনি বলেন, ‘গত বছর পুলিশের দায়িত্বহীন আচরণের কারণে কুমিল্লার ঘটনা ঘটেছে৷ পবিত্র কোরআন রাখার কথিত ঘটনার লাইভ যদি পুলিশ করতে না দিতো তাহলে ওই পরিস্থিতি হত না৷’ তিনি আরেও বলেন, ‘পুজোর পাঁচ দিন শুধু নয়, আমরা সারা বছরের নিরাপত্তা চাই৷ পুজো শুরুর আগে এখন আমরা প্রতিদিনই প্রতিমা ভাঙচুরের খবর পাচ্ছি৷ এটা থামাবে কে?’

পুজো উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার বলেন, ‘আমরাও আমাদের দিক থেকে নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য মণ্ডপগুলোকে ২১ দফা নির্দেশনা দিয়েছি৷ কিন্তু সব মণ্ডপে কি সিসি ক্যামেরা লাগানো সম্ভব? এখানে খরচের বিষয়ও আছে৷ তার কথা, ‘সিসি ক্যামেরা, স্বেচ্ছাসেবক না থাকলে হামলা হবে- এটা তো মেনে নেওয়া যায় না৷ তাহলে বোঝাই যায় হামলার পরিবেশ আছে৷ আমাদের নিরাপত্তার মধ্যে থাকতে হবে৷’

তিনি বলেন, ‘আমরা সব জেলার পুজো উদযাপন কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেছি৷ তাদের ২১ দফা নির্দেশনা দিয়েছি৷ আমাদের দিক থেকে যতটুকু ব্যবস্থা নেয়া সম্ভব, তা নিচ্ছি৷ কিন্তু মূল দায়িত্ব তো রাষ্ট্রের৷’ ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা কাকলী মৃধা কলাবাগান মাঠে পুজো বন্ধের সিদ্ধান্তে দুঃখ পেয়েছেন৷ তিনি বলেন, ‘বছরের পর বছর আমরা কলাবাগান মাঠে পুজো হতে দেখে এসেছি৷ কিন্তু গত বছর ওই মাঠে পুজো বন্ধ ছিল৷ এবারও হবে না৷ কী কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, কারা নিয়েছেন আমরা জানি না৷ তবে আমি দুঃখ পেয়েছি৷’’

তার কথা, ‘আমি কলাবাগান মাঠের পুজোয় প্রতি বছর অঞ্জলি দিতাম৷ সেটা আর পারছি না৷ চার-পাঁচটি দিনই তো৷ কী এমন ক্ষতি হতো ওই মাঠের পূজা বন্ধ না করলে!’ মিরপুর ১০ নাম্বার এলাকায় থাকেন বিপ্লব কুন্ডু৷ তিনি বলেন, ‘১০০ মুসলিম পরিবারের মধ্যে এখানে আমি একমাত্র হিন্দু পরিবার৷ এখানে আমি রাজা৷ আমার কোনো সমস্যা নেই৷ কিন্তু সারাদেশের চিত্র কি এরকম?’

তার কথা, ‘আমাদের নিয়ে রাজনীতি করা হচ্ছে৷ আমাদের বলা হচ্ছে তোমাদের সিসি ক্যামেরা রাখতে হবে, ভলান্টিয়ার রাখতে হবে৷ তোমরাই নিরাপত্তার ব্যবস্থা করো, আমরা সহযোগিতা করবে৷ কিন্তু কেন? সব রাজনৈতিক দলই বলে, সাম্প্রদায়িক শক্তি হামলা করতে পারে৷ তাহলে তোমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও না কেন?’

বরিশালে উজিরপুরের সাতলা ইউনিয়নের বাসিন্দা অসীম কুমার বালা৷ তিনি জানান, ‘আমাদের এলাকা হিন্দু অধ্যুষিত হওয়ায় পুজোর সময় কোনও ঝামেলা হয় না৷ কিন্তু আশপাশে বা সারা দেশে হিন্দুরা যেখানে সংখ্যালঘু, সেখানে সমস্যা হয়৷’ তার কথা, ‘সরকার তো প্রতি বছর নিরাপত্তার আশ্বাস দেয়৷ কিন্তু আমরা তো নিরাপত্তা পাই না৷ যদি অতীতের ঘটনাগুলোর বিচার হত তাহলে হয়ত বারবার হামলার ঘটনা ঘটতে না৷’ তিনি মনে করেন, ‘সমাজ ও রাষ্ট্রেও উগ্রবাদীরা মাথাচাড়া দিয়ে উঠছে৷ প্রশাসনে উগ্রবাদীরা আছে৷’

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের কথা হল, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছেন তার মানে হল পুলিশ আছে, পুজো আছে৷ পুলিশ নেই, পুজোও নেই৷ এইরকম পরিস্থিতি তো আমরা চাই না৷ পুলিশ পাহারা দিয়ে যদি পুজো উদযাপন করতে হয়, তাহলে পরিস্থিতি কেমন তা বোঝাই যাচ্ছে৷’

তার অভিযোগ, ‘গত দুই সপ্তাহে সারা দেশে প্রতিমা ভাঙচুরের সাত-আটটি ঘটনা ঘটেছে৷ আর গত পূজার সময় হামলার পর এই এক বছর হিন্দুরা হামলার বাইরে ছিলেন না৷ হামলা তো বন্ধ হয়নি৷ নানা গুজব ছড়িয়ে তো মন্দির, হিন্দুদের বাড়ি-ঘরে অনেক হামলা হয়েছে৷ তাহলে পরিবেশের তো কোনও উন্নতি দেখতে পাচ্ছি না৷’ আর কাজল দেবনাথ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যে নিরাপত্তার কথা বলেছেন, তার ফল তো পুজোয় দেখা যাবে৷ সেটা দেখেই আসলে বলা যাবে আমরা কতটা নিরাপদ ছিলাম৷’ বাংলাদেশে ১ অক্টোবর ষষ্ঠী পুজো দিয়ে দুর্গোৎসব শুরু হবে৷ ৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে৷

ঘরে বাইরে খবর

Latest News

আপনার চুলের দাম জানেন? জানলে সেলুন থেকে কুড়িয়ে নিয়ে আসবেন হয়তো লঙ্কা চটকে আলুসেদ্ধ মেখে হাত জ্বলছে? কষ্টকর জ্বলুনি ঝটপট কমিয়ে ফেলার ঘরোয়া টিপস জাতীয় সংগীত অবমাননা মামলাতে ফের ধাক্কা খেল রাজ্য সরকার! KKR vs DC, IPL 2024 Live: টস জিতে ব্যাটিং নিল দিল্লি ক্যাপিটালস IPL 2024: ধোনির জন্য বান্ধবীর সঙ্গে ব্রেক আপ করলেন মাহি ভক্ত! ভাইরাল হল পোস্টার পিসিওএসে ভুগছেন! তাহলে অবশ্যই আপনার ভিটামিন ডি দরকার, কেন জেনে নিন বাঘের গায়েও বেয়াল্লিশের ছ্যাঁকা, ওআরএস, বার দু'য়েক স্নানে বিশেষ যত্নের ব্যবস্থা ‘সন্তানদের সঙ্গে আমিও..’, মা হিসেবে নিজেকে সার্টিফিকেট দিলেন দেবিনা, কী বললেন আমেরিকায় MDH-এর মশলা রফতানি কমেছে ৩১%, ভারতের ২ সংস্থার পণ্য নিষিদ্ধ মলদ্বীপে ইয়ারফোনে কান পেতে স্বামীর পরকীয়া ধরে ফেললেন 'আলোর কোলে'র 'নন্দিনী' আয়েশা

Latest IPL News

IPL 2024: ধোনির জন্য বান্ধবীর সঙ্গে ব্রেক আপ করলেন মাহি ভক্ত! ভাইরাল হল পোস্টার বেটিং অ্যাপের হয়ে প্রচার, মহারাষ্ট্র সাইবার সেল তলবে হাজিরা দিলেন না তামান্না রোহিত-দ্রাবিড়-আগরকরের ২ ঘণ্টার বৈঠক! কী নিয়ে আলোচনা হল? সামনে আসছে বড় খবর IPL 2024: সেই সময়ে আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাই- কী নিয়ে বললেন শ্রেয়স আইয়ার সৌরভদের নেটে তোমরা কেন? ইডেনে KKR-কে DC-র অনুশীলন পিচ ব্যবহারে বাধা কিউরেটরের! ভারত সফরে না গিয়ে ঠাকুমার শেষ দিনে পাশে থাকতে পেরে খুশি ব্রুক, জানালেন মনের কথা LSG-র বিরুদ্ধে দলকে জিতিয়ে চিৎকার করে উঠলেন সঞ্জু! এই গর্জন কি নির্বাচকদের জন্য কীভাবে স্পিন সামলাতে হবে, টিপস দিয়েছিলেন কোহলি,ঝড় তুলে সেঞ্চুরির পর অকপট জ্যাকস IPL 2025 -এর নিলামে দল পাবেন না অশ্বিন! কেন এমন ভবিষ্যদ্বাণী করলেন সেহওয়াগ? ক্রিকেটের মরশুমে নতুন রূপে সৃজিত, অনিন্দ্যর সঙ্গে জমালেন আইপিএলের কমেন্ট্রি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.