ভারতীয় পর্যটকদের জন্য বড়সড় সুযোগ এনে দিচ্ছে উপসাগরীয় দেশ আরব আমিরশাহি। সেদেশের শহর দুবাইতে ভারতীয় পর্যটকদের ভিড় সদ্য তৈরি করেছে নয়া রেকর্ড। ‘দুবাই ডিপার্টমেন্ট অফ টুরিজিম’ এর তথ্য অনুযায়ী, দুবাইয়ে যেতে এবার থেকে একটি ভিসা দিয়েই ৫ বছরে একাধিকবার সফরে যাওয়া যেতে পারে। দুবাইয়ে আরও বেশি ভারতীয় পর্যটক টানতে সেদেশের এমন উদ্যোগ বলে জানা গিয়েছে।
বেশ কিছু পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে ২.৪৬ মিলিয়ন পর্যটক শুধু ভারত থেকেই দুবাইতে গিয়েছিলেন। কোভিডের আগের সময়ের তুলনায় এই সংখ্যক পর্যটক (ভারত থেকে যাঁরা গিয়েছেন) কার্যত ২৫ শতাংশ বৃদ্ধির সমান। দুবাইয়ের অর্থ ও পর্যটন দফতরের মতে, এই বিপুল পরিমাণ পর্যচকের সংখ্যা দুবাইয়ের পর্যটকের ‘সোর্স মার্কেট’ করে তুলেছে ভারতকে। দুবাইয়ের অর্থ ও পর্যটন দফতর জানিয়েছে, ‘ দুবাই,.. ভারত ও দুবাইয়ের মধ্যে ভ্রমণকে আরও জোরদার করার জন্য, মজবুত অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করতে এবং পর্যটন ও ব্যবসায়িক বন্ধনকে উৎসাহিত করতে একটি পাঁচ বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করেছে৷’ এবার দেখে নেওয়া যাক, দুবাই যাওয়ার প্ল্যান থাকলে ভিসা সংক্রান্ত তথ্যাবলী।
ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয়:-
ভারত ও দুবাইয়ের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও অর্থনৈতিক সমঝোতাকে আরও পোক্ত করতে একটি ভিসায় ৫ বছরে একাধিকবার আমিরশাহিতে প্রবেশ সংক্রান্ত ভিসার নয়া বিধি আনা হয়েছে, বলে খবর। জানা যাচ্ছে, এজন্য় ভিসার আবেদন গ্রহণ ও অনুমোদনের পর ২ থেকে ৫ টি কর্মদিবসের মধ্যে আবেদনকারীর ভিসা ইস্যু হবে। যার দ্বারা ৯০ দিন সেদেশে থাকার সুবিধা পাওয়া যাবে। এই ভিসার মেয়াদ একবার বাড়ালে আরও ৯০ দিন থাকার সুযোগ পাওয়া যাবে সেখানে। তবে এক বছরে ১৮০ দিনের বেশি থাকার সুযোগ ওই ভিসার আবেদনের প্রেক্ষিতে পাওয়া যাবে না। ফলে ৫ বছরে আরব আমিরশাহিতে ৯০০ দিন থাকা যেতে পারে এই ভিসায়।
এই ভিসার সুবিধা-
এই ‘মাল্টিপল এন্ট্রি ভিসা’ ব্য়বসায়িক কাজকর্মে দুবাই যাওয়ার জন্যও উপলব্ধ। ফলে শুধু বেড়াতেই নয়। কাজের জন্যও এই ভিসা আপনার সুবিধা করে দিতে পারে। পর্যটকরা একাধিক এন্ট্রি এবং প্রস্থানের সুবিধা নিতে পারেন, যা ভারত এবং দুবাইয়ের মধ্যে ভ্রমণকে সহজ করে তোলে
দুবাইতে বেড়ানোর খরচ কত?
উল্লেখ্য, ভারত থেকে বিভিন্ন ট্যুর অপারেটর প্রতি বছরই দুবাই সফরের নানান ব্যবস্থাপনা করে থাকে। কোনও কোনও ট্যুর অপারেটন ৬০, ৭০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ মতো টাকা নিয়ে থাকেন দুবাইতে ৪ দিন ৫ রাতের জন্য। এছাড়াও সেখানে রয়েছে নানান পর্যায়ের হোটেলও। যার দামও বহু ভারতীয়ের দৃষ্টি আকর্ষণ করছে।