চিকেন আর ইলিশের দাম আগেই কমেছে। এবার টমেটো নিয়ে খুশির খবর। এবার টমেটোর দাম কমতে পারে দেশজুড়ে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ থেকে অতিরিক্ত টমেটো আসছে বলে খবর। বাজারে যোগান বাড়লেই স্বাভাবিকভাবে টমেটোর দাম কমতে পারে। মূলত যেটা বলা হচ্ছে প্রবল বর্ষার কারণে দেশের বিভিন্ন প্রান্তে টমেটোর দাম মারাত্মকভাবে বেড়ে যায়। মূলত যোগান কমে যাওয়ার কারণেই টমেটোর দাম এইভাবে বেড়ে গিয়েছিল। তবে এবার সেই টমেটোর দাম কমার সম্ভাবনা।
সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে রাজ্যসভায় লিখিতভাবে জানিয়েছেন, নাসিক, ঔরঙ্গবাদ, মহারাষ্ট্র একাংশ এবং মধ্যপ্রদেশে নতুন করে টমেটো হচ্ছে। এর জেরে টমেটোর দাম কমতে পারে। পাশাপাশি তিনি জানিয়েছেন কৃষকরা যদি বেশি করে টমেটো ফলান তবে আগামী মাসগুলোতে দাম কমতে পারে।
টমেটোর ফলন কম হওয়ার পেছনে তিনি একাধিক কারণ কে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন এটি মূলত মরসুমি ফসল। কর্নাটকের কোলার এলাকায় সাদা মাছির উপদ্রব বেড়েছিল। পাশাপাশি হরিয়ানা এবং হিমাচল প্রদেশে প্রচন্ড বৃষ্টির কারণে টমেটোর ফলন মার খায়। তার জেরে টমেটোর দাম করে বাড়তে থাকে
আসলে নির্দল সদস্য কার্তিকেয় শর্মা জানিয়েছিলেন দিল্লি পাঞ্জাব চন্ডিগড় আন্দামান-নিকোবরে টমেটোর দাম ১৫০ টাকা ছুঁয়েছে।দিল্লিতে টমেটোর দাম ১৩০ টাকা প্রতি কিলো। সেই অবস্থায় সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ছেন। তবে এবার টমেটোর দাম কমার ব্যাপারে আস্থা দিলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী। তিনি সংসদে লিখিতভাবেই আশ্বাস দিয়েছেন। সে ক্ষেত্রে কিছুটা হলেও সুরাহা হতে পারে মধ্যবিত্তের। তবে বাংলায় কবে টমেটোর দাম কমবে সেটাই এখন দেখার।