বিপর্যয় ঘূর্ণিঝড়ের জেরে সমস্যা হতে পারে ট্রেন চলাচলে। সেকারণে এবার বহু ট্রেন বাতিল করা হল। ওয়েস্টার্ন রেল একদিকে যেমন ট্রেন বাতিল করেছে তেমনি কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছে। ওয়েস্টার্ন রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী সুমিত ঠাকুর একটি প্রেস রিলিজ জারি করেছেন। সেখানে দেখা যাচ্ছে সব মিলিয়ে ৬৯টি ট্রেন বাতিল করা হয়েছে। ৩৩টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। মূলত যাত্রীদের সুরক্ষার জন্য় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যে ট্রেনগুলি বাতিল করা হচ্ছে তার তালিকা-
১)০৯৪৮০ ওখা রাজকোট ডেইলি-১২জুন -১৬ জুন
২)০৯৪৭৯ রাজকোট-ওখা স্পেশাল ডেইলি১২ জুন-১৫ জুন
৩) ১৯২৫১ ভেরাভল- ওখা এক্সপ্রেস ১২ জুন- ১৫ জুন
৪) ১৯২৫২ ওখা-ভেরাভল এক্সপ্রেস ১২ জুন-১৫ জুন
এছাড়াও আরও বহু ট্রেন বাতিল করা হচ্ছে। তার পূর্ণাঙ্গ তালিকা উপরে সংযোজিত করা হল।
১৪ জুন যে ট্রেনগুলি বাতিল করা হচ্ছে তার তালিকা
২২৯০৩ বান্দরা টার্মিনাস-ভুজ এসি সুপারফাস্ট
২০৯০৭ দাদর-ভুজ এক্সপ্রেস
২২৯৫৫ বান্দরা টার্মিনাস-ভুল কচ্ছ এক্সপ্রেস
০৯৪৮০ ওখা রাজকোট আনরিজার্ভড
০৯৪৭৯ রাজকোট ওখা
১৯২৫১ ভেরাবল-ওখা এক্সপ্রেস
১৯২৫২ ওখা ভেরাভল
০৯৫২৪ দিল্লি সরাই রোহিলা- ওখা স্পেশাল
১৯২১০ ওখা ভাবনগর টার্মিনাস এক্সপ্রেস
০৯৫২২ ভেরাভল-রাজকোট এক্সপ্রেস
০৯৫২১ রাজকোট ভেরাভল এক্সপ্রেস
২২৯৫৭ আমেদাবাদ ভেরাভল
২২৯৫৮ ভেরাভল আমেদাবাদ
১৯১১৯ আমেদাবাদ-ভেরাভল ইন্টারসিটি
১৯১২০ ভেরাভল আমেদাবাদ ইন্টারসিটি
১৯২০৭ পোরবন্দর-ভেরাভল এক্সপ্রেস
১৯২০৮ ভেরাভল পোরবন্দর এক্সপ্রেস
০৯৫১৩ ভেরাভল পোরবন্দর
০৯৫১৩ রাজকোট -ভেরাভল
০৯৫১৪ ভেরাভল-রাজকোট
১৯৩১৯ ভেরাভল-ইন্দোর মহামানা এক্সপ্রেস
১৯০১৬ পোরবন্দর -দাদর সৌরাষ্ট্র এক্সপ্রেস
০৯৫৫০ পোরবন্দর-ভানবাদ
০৯৫৪৯ ভানবাদ -পোরবন্দর
০৯৫১৫ কানালুস পোরবন্দর স্পেশাল
০৯৫৫১ ভানবাদ পোরবন্দর স্পেশাল
০৯৫৫২ পোরবন্দর ভায়ুনরা এক্সপ্রেস
০৯৫৯৫ রাজকোট পোরবন্দর স্পেশাল
০৯৫৯৬ পোরবন্দর রাজকোট স্পেশাল
১২৯০৫ পোরবন্দর শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস
২২৪৮৩ যোধপুর-গান্ধীগ্রাম এক্সপ্রেস
২২৪৮৪ গান্ধীগ্রাম-যোধপুর এক্সপ্রেস
১৯৫৭১ রাজকোট পোরবন্দর এক্সপ্রেস
১৯৫৭২ পোরবন্দর -রাজকোট এক্সপ্রেস
২০৯০৮ ভুজ-দাদর এক্সপ্রেস
১৯৪০৫ পালানপুর গান্ধীগ্রাম এক্সপ্রেস
১৯৪০৬ গান্ধীগ্রাম-পালানপুর এক্সপ্রেস
২২৯৫৬ ভুজ ভান্দরা কচ্ছ এক্সপ্রেস
২২৯৬০ জামনগর ভাদোদারা সুপারফাস্ট এক্সপ্রেস
২২৯৫৯ ভাদোদারা-জামনগর সুপারফাস্ট এক্সপ্রেস
মূলত বিপর্যয়ের জেরে এই ট্রেন পরিষেবাকে কাটছাঁট করা হচ্ছ। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।