বাংলা নিউজ > ঘরে বাইরে > Trinamool Leaders in Manipur: হিংসা কবলিত মণিপুর ঘুরে দেখছেন তৃণমূল সাংসদরা, কথা রাজ্যপালের সঙ্গেও

Trinamool Leaders in Manipur: হিংসা কবলিত মণিপুর ঘুরে দেখছেন তৃণমূল সাংসদরা, কথা রাজ্যপালের সঙ্গেও

সুস্মিতা দেব এবং দোলা সেন  (ANI)

TMC in Manipur: ডেরেক ও'ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার, দোলা সেন, সুস্মিতা দেবরা গতকাল দুপুর নাগাদ মণিপুরের রাজধানী ইম্ফলে গিয়ে পৌঁছান। এরপর তারা বিভিন্ন এলাকার ত্রাণ শিবির ঘুরে দেখেন। কুকি, মৈতৈ উভয় পক্ষের সঙ্গেই কথা বলেন। রাজ্যপালের সঙ্গেও বৈঠক হয় তাঁদের। 

গতকাল দুপুর নাগাদ মণিপুরের রাজধানী ইম্ফলে গিয়ে পৌঁছায় তৃণমূলের প্রতিনিধি দল। হিংসা কবলিত এই রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতেই সেখানে যান ডেরেক ও'ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার, দোলা সেন, সুস্মিতা দেবরা। গতকাল কুকি অধ্যুষিত পাহাড়ি অঞ্চলের বেশ কয়েকটি ত্রাণ শিবিরে যান তৃণমূল সাংসদরা। এদিকে মৈতৈ অধ্যুষিত ইম্ফলেরও বেশ কয়েক ত্রাণ শিবির ঘুরে দেখেন তৃণমূল নেতারা। ত্রাণ শিবিরের 'অব্যবস্থা' নিয়ে অভিযোগ করেন তৃণমূল প্রতিনিধি দলের সদস্যরা। তাঁদের অভিযোগ, ত্রাণ শিবিরে শিশুদের থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। মণিপুর সফর শেষে প্রতিনিধি দলের তরফে রিপোর্ট তুলে দেওয়া হবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।

এদিকে গতকাল মণিপুরের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ হয় তৃণমূল প্রতিনিধি দলের। জানা গিয়েছে, তৃণমূল নেতা-নেত্রীদের সঙ্গে দীর্ঘক্ষণ পরিস্থিতির বিষয়ে আলোচনা করেন তিনি। পাশাপাশি তৃণমূল প্রতিনিধি দলকে প্রয়োজনীয় সব সহযোগিতা করার আশ্বাসও নাকি দিয়েছেন রাজ্যপাল। এদিকে গতমাসে মণিপুরে গিয়ে চূড়াচাঁদপুর জেলায় যেতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছিলেন কংগ্রেসের রাহুল গান্ধী। যদিও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে মণিপুরে এখনও কোথাও বাধার সম্মুখীন হতে হয়নি। এদিকে আজ সকালে কিছু সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তৃণমূল প্রতিনিধি দলের। পরে আজ বিকেলে কলকাতায় ফিরবেন ডেরেক, কল্যাণরা।

উল্লেখ্য, মণিপুরের জনসংখ্যার ৫৩ শতাংশ হল মৈতৈ। তবে সেই রাজ্যের মাত্র ১০ শতাংশ এলাকায় তাদের বাস। মূলত ইম্ফল উপত্যকাতেই মৈতৈরা থাকে। এদিকে সম্প্রতি মৈতৈরা দাবি তোলে যে তাদেরও তপশিলি উপজাতিভুক্ত করতে হবে। এই নিয়ে মামলা হয় আদালতে। এদিকে মৈতৈদের এই দাবির বিরোধিতায় রাস্তায় নামে কুকি জনজাতির ছাত্র সংগঠন। তাদের দাবি, রাজ্যের সংখ্যাগুরুরা যদি সংরক্ষণের আওতায় চলে আসে, তাহলে এই ধরনের সংরক্ষণের কোনও অর্থ নেই। এই আবহে গত ৩ মে থেকে জাতিগত হিংসার সাক্ষী মণিপুর। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল। তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি অবস্থা। এখনও পর্যন্ত কয়েক হাজার জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। চূড়াচাঁদপুর, মোরে, কাকচিং এবং কাংপোকপি জেলা থেকে অধিকাংশ মানুষকে সরানো হয়েছে। এরই মধ্যে হিংসায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে।

প্রসঙ্গত, গত এপ্রিলের শেষ সপ্তাহে মণিপুরের অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন একটি মিছিলের আয়োজন করেছিল। সেই মিছিল ঘিরেই হিংসা ছড়িয়ে পড়ে চূড়াচাঁদপুর জেলায়। এদিকে তফশিলি উপজাতির ইস্যুর পাশাপাশি সংরক্ষিত জমি এবং সার্ভে নিয়েও উত্তাপ ছড়িয়েছে। এই আবহে গত এপ্রিল মাসে এই চূড়াচাঁদপুর জেলাতেই মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সভাস্থলে আগুন লাগিয়ে দিয়েছিল ইন্ডিজেনাস ট্রাইবাল লিডারস ফোরামের সদস্যরা। এদিকে এই জেলা থেকে আদিবাসী বনাম মৈতৈদের এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে অন্যান্য জেলাতেও। আর এখনও পর্যন্ত সেই হিংসায় প্রাণ হারিয়েছেন প্রায় ১৫০ জন মানুষ।

ঘরে বাইরে খবর

Latest News

আমি বেঁচে থাকতে ধর্মের নামে মুসলিমদের সংরক্ষণ দিতে দেব না: মোদী কান্নায় ভেঙে পড়ে ক্রিকেট ছাড়ার আসল কারণ জানালেন প্রাক্তন পাক পেসার উমর গুল ‘সংশয় জেগেছে আজ বুকে, আবার সম্মুখে...’, কাটাবে আমার সরকার, বিশ্বাসটুকু থাক সংগীতের দুই রাজকন্যা! মাঝ আকাশে সেলফি তুলতে গলাগলি-পাউট শ্রেয়া-সুনিধির মনোনয়ন বাতিলের বিরুদ্ধে SC-তে ধাক্কা খেলেন দেবাশিস ধর, গ্রহণই করা হল না আবেদন ‘চলুন বদলাই, চলুন পাল্টাই’, কেন্দ্রীয় সরকারে বদল আনতেই নয়া স্লোগান মমতার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ করল কলকাতা হাইকোর্ট, অস্বস্তি নিয়ে ফিরলেন জেলে লোকসভা নির্বাচনের মুখে কেজরিওয়াল গ্রেফতার কেন?‌ ইডিকে প্রশ্ন সুপ্রিম কোর্টের SBI দিচ্ছে সর্বোচ্চ ৭% সুদ, তবে FD-তে ৯% ইন্টারেস্ট মিলছে এখানে... অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন স্মিথ, নেই IPL-এ তাণ্ডব চালানো ব্যাটারও

Latest IPL News

হার্দিক গড়পড়তা, সিরাজের ফর্ম খুব খারাপ,ভারতের WC দলের ১৫ জন IPL-এ কেমন খেলছেন? ইনফ্লুয়েন্সারকে যৌন হেনস্থা! দিল্লি ক্যাপিটালের পৃথ্বীকে সমন মুম্বই কোর্টের ব্যর্থ রোহিত-হার্দিক-বুমরাহ! মুম্বইকে চার উইকেটে হারিয়ে দিল রাহুলের লখনউ শুভমন গিলকে টপকে কী করে ভারতীয় দলে জায়গা করলেন যশস্বী? সামনে এল আসল কারণ ‘সেন্ড অফ’-র পরে ১ ম্যাচ ব্যান KKR পেসারকে! নেটপাড়া বলল সেলিব্রেশনও করবে না? IPL -এর ইতিহাসে ব্যাট হাতে অনন্য নজির গড়লেন কুলদীপ যাদব বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ, অধিনায়ক লোকেশ রাহুলের পাশে থাকার বার্তা LSG-র T20 বিশ্বকাপ থেকে বাদ গিল, GT লিখল 'অভিনন্দন ক্যাপ্টেন', জোর খিল্লি নেট পাড়ায় T20 WC-এর জন্য ইংল্যান্ড দল ঘোষণা হতেই চাপে KKR ও RR! মাথায় হাত শ্রেয়স-সঞ্জুদের RCB-র নেটে ‘নতুন বুমরাহ’! চিনে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তরুণ বোলারকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.