বাংলা নিউজ > ঘরে বাইরে > Tripura By Poll: ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার রণগর্জন বিরোধীদের! উপনির্বাচন ঘিরে শুরু পিচ-প্রস্তুতি

Tripura By Poll: ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার রণগর্জন বিরোধীদের! উপনির্বাচন ঘিরে শুরু পিচ-প্রস্তুতি

ত্রিপুরায় এককাট্টা বিরোধীরা।

সেপ্টেম্বর মাসের ৫ তারিখ রয়েছে ত্রিপুরার ধানপুর ও বক্সানগরে উপনির্বাচন। ভোটের ফলপ্রকাশ ৮ সেপ্টেম্বর। ত্রিপুরার রাজনীতির মানচিত্রে এবার এই দুই নির্বাচন ঘিরে বিরোধী জোট ঐক্যের পথে হাঁটছে।

প্রিয়াঙ্কা দেববর্মণ

বছর ঘুরলে দেশে রাজনৈতিক তাপমাত্রা চড়িয়ে শুরু হবে ২০২৪ লোকসভা ভোট। তার আগে বেশ কয়েকটি রাজ্যে রয়েছে বিধানসভা ভোট পর্ব। তবে তারও আগে, সামনেই বহু রাজ্যে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। ফলে এবার কোমর বেঁধে শক্তি পরীক্ষার লড়াই শুরুর পালা। ত্রিপুরায় সেপ্টেম্বরে রয়েছে ধানপুর ও বক্সানগরে উপনির্বাচন। আর এই ভোট ঘিরে কার্যত বিরোধী শিবির এককাট্টা।

সেপ্টেম্বর মাসের ৫ তারিখ রয়েছে সেরাজ্যের সেপাহিজলা জেলার ধানপুর ও বক্সানগরে উপনির্বাচন। ভোটের ফলপ্রকাশ ৮ সেপ্টেম্বর। ত্রিপুরার রাজনীতির মানচিত্রে এবার এই দুই নির্বাচন ঘিরে বিরোধী জোট ঐক্যের পথে হাঁটছে। লক্ষ্য একটাই, বিজেপির বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে আনা। জানা গিয়েছে, তিপ্রা মথা পার্টি সমেত সিপিআইএম ও কংগ্রেস একযোগে এই ভোটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। শনিবারই একথা বিরোধীরা জানিয়েছে। এই ইস্যুতে শনিবারই সেখানে বিরোধী দলের নেতা নেত্রীদের মধ্যে হাইভোল্টেজ বৈঠক হয়। সেখানেই একযোগে লড়াই করার ক্ষেত্রে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এই ইস্যুতে ‘চূড়ান্ত’ সিদ্ধান্ত আসেনি বলেই খবর। আপাতভাবে সব কয়টি বিরোধী রাজনৈতিক দল সেখানে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়েছে। কংগ্রেসের তরফে আশিস সাহা বলেছেন, ‘বৈঠকে আমরা উপনির্বাচন নিয়ে আলোচনা করেছি, কথা হয়েছে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। তবে কোনও উপসংহারে আমরা পৌঁছতে পারিনি। তাতে পৌঁছানোর বিষয়ে আমরা আশাবাদী। তবে একজোট হয়ে বিজেপিকে হারাতে আমরা সম্মত হয়েছি।’

( Asha Workers honorarium Hike: আশা কর্মীদের সান্মানিক বৃদ্ধি ! মাসব্যাপী বিক্ষোভ শেষে এল সরকারি আশ্বাস)

( Manipur Violence: অসম রাইফেলসের ট্রাক থেকে খাবার লুঠ! মণিপুরে মেইতেই মহিলা সংগঠন ঘিরে ফোকাস বাড়ছে)

কংগ্রেসের তরফে জানানো হয়েছে, সোনামুরা সাব ডিভিশনের স্থানীয় পার্টি কর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাঁরা এই ভোটে কৌশলের রূপরেখা তৈরি করতে শুরু করছেন। বাকি দুই পার্টিও তাঁদের স্থানীয় পর্যায় আলোচনা করবে বলে জানিয়েছে। আশিস সাহা বলেন,'কে প্রার্থী হবেন তা নির্ধারিত হলেই আমরা জানাব।' এদিকে ত্রিপুরার রাজনৈতিক অঙ্ক তুলে ধরে তিপ্রা মোথা পার্টির তরফে অনিমেষ দেববর্মা বলেন, ‘বিজেপি ৪০ শতাংশের এর কম ভোট পেয়েও ক্ষমতায় এসেছে, আর বিরোধী দলগুলি ৬০ শতাংশ এর বেশি ভোট পেয়েও বিরোধী বেঞ্চে বসে আছে। ১:১ প্রতিদ্বন্দ্বিতা হওয়া উচিত এবং বিরোধী ভোট যাতে ভাগ না হয় তা দেখা উচিত। আমরা শাসক বিরোধী ভোটের দিকে নজর দিচ্ছি।’

 

 

 

 

 

 

 

 

 

 

পরবর্তী খবর

Latest News

বহুদিন পর মেয়েকে কাছে পেয়ে আবেগপ্রবণ মহম্মদ শামি কর্মবিরতি থেকে সরে আসছেন জুনিয়ররা? আন্দোলন কোন পথে? সিনিয়রদের সঙ্গে বৈঠক প্রথম শ্রেণিতে টানা তৃতীয় শতরান! ভারতীয় দলে বাংলার ব্যাটারের জায়গা কি পাকা? মধ্যমগ্রামে অটোচালকের কলার ধরলেন তৃণমূল কাউন্সিলর, বিজেপি বলছে বখরা নিয়ে বিবাদ অক্টোবরে কেন্দ্র ত্রিকোণ রাজযোগে মায়ের আগমন, ৪ রাশি পুরো মাস ভাসবে টাকার জোয়ারে বড়লোক হতে পারবেন সহজে! দুর্গা পুজোয় পানপাতা দিয়ে করতে পারেন এই টোটকা নিশিকান্ত দুবের সংসদীয় প্যানেল থেকে মহুয়াকে সরান, ওম বিড়লাকে আবেদন তৃণমূলের বন্যাত্রাণে ঋণ দিয়েছিল বিশ্বব্যাঙ্ক, ভুলভাল খরচ করেছে পাকিস্তান, অবাক আমেরিকা! ‘ও আমার কাছে মেয়ের মতো, কিংবা তার থেকেও বেশি’, কার কথা বললেন রুক্মিণী? স্বামীকে খুন করে পালাল স্ত্রী, ২ দিন মৃতদেহের সঙ্গে ঘর পাহারা দিল পোষ্য কুকুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.