বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘চোরাচালানের পথ’ দেখাতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত দুই গরু পাচারকারী!

‘চোরাচালানের পথ’ দেখাতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত দুই গরু পাচারকারী!

দুষ্কৃতীদের গুলিতে নিহত দুই গরু পাচারকারী

গরুপাচার থেকে আইএস-এর মতো জঙ্গি সংগঠনের কাছে টাকা যেত বলে তদন্তে জানা যায়।

উৎপল পরাসর

অসমে দুষ্কৃতীদের গুলিতে নিহত দুই গরু পাচারকারী। ঘটনাটি ঘটেছে অসমের কোকরাঝাড় জেলায়। জানা গিয়েছে, দুই পাচারকারী আট মাস আগে উত্তরপ্রদেশ পুলিশের জালে ধরা পড়েছিল। এরপর পাচার সংক্রান্ত আরও তথ্য জানতে গত সপ্তাহে তাদের অসম পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল। এই আবহে চোরাচালানের পথ খুঁজে বের করার জন্য তাদের নিয়ে যাচ্ছিল অসম পুলিশ। সেই সময় অজ্ঞাত আততায়ীদের গুলিতে নিহত হয় তারা। এদিকে বন্দুকযুদ্ধে পুলিশ সদস্যরাও জখম হয়েছেন বলে জানা গিয়েছে।

নিহত দুই পাচারকারীর নাম আকবর বানজারা এবং সলমান বানজারা। দুই জনেই উত্তরপ্রদেশের মিরাটের বাসিন্দা ছিল। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা, পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ (সংশোধন) আইন এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে গ্রেফতার করা হয়েছিল তাদের। অসম পুলিশ এর আগে এই দুজনকে ধরিয়ে দেওয়ার জন্য দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। দুই পাচারকারীকে হস্তান্তরের পরে উত্তরপ্রদেশ পুলিশকে দুই লাখা টাকা দিয়েছিল অসম।

জানা গিয়েছে, এই গরু পাচার থেকে অর্থ যেত ইসলামিক স্টেট, এডিএফবি, কেএলও-র মতো জঙ্গি গোষ্ঠীর কাছে। এই নিযে আবহে তদন্তের স্বার্থে সোমবার গভীর রাত একটার সময় দুই জনকে চোরাচালানের পথ খুঁজে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল পুলিশ। কোকরাঝাড় জেলার জামদুরায় নিয়ে যাওয়া হয় তাদের। সেখানে পৌঁছলে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা দুলি চালাতে শুরু করে পুলিশকে লক্ষ্য করে। সেই সময আকবর ও সলমান গুলিবিদ্ধ হয়। এদিকে পুলিশও পালটা জবাব দেয়। তবে দুষ্কৃতীরা পালিয়ে যায়। পরে উদ্ধার অভিযান চালিয়ে পুলিশ অস্ত্র উদ্ধার করে। অপরদিকে গুলিবিদ্ধ অবস্থায় আকবর ও সলমানকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাদের মৃত বলে ঘোষণা করা হয়।

বন্ধ করুন