মিনিটে তৈরি হবে ১,৫০০ লিটার অক্সিজেন - ভারতে ৩ প্ল্যান্ট পাঠাচ্ছে ব্রিটেন
1 মিনিটে পড়ুন . Updated: 08 May 2021, 08:22 AM IST- প্রতি মিনিটে সেই ৩ প্ল্যান্টে যা অক্সিজেন তৈরি হবে, তাতে হেসেখেলে একসঙ্গে ১৫০ জন রোগীর চলবে।
মিনিটে প্রতিটি প্ল্যান্ট তৈরি করতে পারবে ৫০০ লিটার অক্সিজেন। তাতে হেসেখেলে একসঙ্গে ৫০ জন রোগীর অক্সিজেন চলতে পারবে। ভারতে এমনই তিনটি ১৮ টনের অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট পাঠাচ্ছে ব্রিটেন।
বিদেশ সচিব ডমিনিক রাব জানিয়েছেন, নর্দান আয়ারল্যান্ডের কাছে যে উদ্বৃত্ত অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট ছিল, তা ভারতে পাঠানো হচ্ছে। শুক্রবার নর্দান আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্ট থেকে তিনটি প্ল্যান্ট এবং ১,০০০ ভেন্টিলেটর নিয়ে রওনা দিয়েছে একটি অ্যান্তোনোভ এএন-১২৪ বিমান। যা রবিবার সকালে ভারতে এসে পৌঁছাবে। তারপর তা বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেবে ভারতীয় রেড ক্রস সোসাইটি।
ইতিমধ্যে গত মাসে ভারতে ২০০ টি ভেন্টিলেটর এবং ৪৯৫ টি অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছিল ব্রিটেন। বিদেশ মন্ত্রকের কার্যালয়ের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলার জন্য ভারতকে সবরকমভাবে সাহায্য করবে লন্ডন। তারই অঙ্গ হিসেবে এবার অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট পাঠানো হচ্ছে। যা ভারতে যে অক্সিজেনের আকাল দিয়েছে, তা কিছুটা হলেও দূর করবে। রাব বলেন, ‘এই মহামারীর মোকাবিলার জন্য ব্রিটেন এবং ভারত একসঙ্গে কাজ করছে। আমরা সবাই সুরক্ষিত না হওয়া পর্যন্ত কেউই সুরক্ষিত নয়।’
তবে শুধু ব্রিটেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জাপানও। শুক্রবার জাপানের দূতাবাস জানিয়েছে, প্রথম দফার সাহায্য হিসেবে আজ (শনিবার) ১০০ টি অক্সিজেন কনসেনট্রেটর পাঠাবে টোকিও। গত ৩০ এপ্রিল জাপানের সরকার ৩০০ টি অক্সিজেন কনসেনট্রেটর এবং ৩০০ টি ভেন্টিলেটর পাঠানোর ঘোষণা করেছিল। দূতাবাসের তরফে বলা হয়েছে, ‘ভারতে করোনাভাইরাস পরিস্থিতির মোকাবিলার জন্য আরও সাহায্য করতে থাকবে জাপান।’