বাংলা নিউজ > ঘরে বাইরে > UNICEF ‘ফটো অব দ্যা ইয়ার'-এ প্রথম বাংলার সুপ্রতিম, দ্বিতীয় সৌরভ

UNICEF ‘ফটো অব দ্যা ইয়ার'-এ প্রথম বাংলার সুপ্রতিম, দ্বিতীয় সৌরভ

ছবি : সুপ্রতিম ভট্টাচার্য (Supratim Bhattacharjee)

এটাকে স্রেফ প্রতিযোগিতা বলে ভাবলে ভুল হবে। এই ছবিগুলির মাধ্যমেই উঠে আসে কোনও নাম না জানা স্থানের দুর্দশার কাহিনী। সেখানে শিশুদের দুরাবস্থার কথা নজরে আসে ইউনিসেফ তথা গোটা বিশ্বের।

UNICEF ‘ফটো অব দ্যা ইয়ার ২০২১'-এ প্রথম ও দ্বিতীয় স্থানে দুই বাঙালি। প্রথম স্থান পেলেন পশ্চিমবঙ্গের সুপ্রতিম ভট্টাচার্য। দ্বিতীয় স্থানে সৌরভ দাস। অন্য দিকে তৃতীয় হয়েছেন ইরাকের কুর্দ ইউনেস মহম্মদ।

মূলত বিশ্বজুড়ে কঠিন অবস্থায় প্রভাবিত ও সমস্যার মাঝে লড়াই করা শিশুরাই এই ফটোগ্রাফি প্রতিযোগিতার মূল বিষয়বস্তু হয়। তবে এটাকে স্রেফ প্রতিযোগিতা বলে ভাবলে ভুল হবে। এই ছবিগুলির মাধ্যমেই উঠে আসে কোনও নাম না জানা স্থানের দুর্দশার কাহিনী। সেখানে শিশুদের দুরাবস্থার কথা নজরে আসে ইউনিসেফ তথা গোটা বিশ্বের। তাই ফটো-জার্নালিজম, ফটোগ্রাফি এবং সমাজসেবা, তিনটি দিক থেকেই এই প্রতিযোগিতা তাত্পর্যপূর্ম। ২০০০ সাল থেকে এটি প্রতি বছর আয়োজিত হয়।

এ বছরের প্রথম পুরষ্কার প্রাপক সুপ্রতিম ভট্টাচার্য। তাঁর ছবির প্রেক্ষাপট সুন্দরবন। সেখানেই বিগত প্রায় দুই দশক ধরে কাজ করছেন তিনি। পরিবেশ আন্দোলন ও মানবাধিকার নিয়ে কাজ করেন তিনি। সুন্দরবনের নামখানার শিশুদের জীবন সংগ্রামের ছবিই ফুটে উঠেছে তাঁর ক্যামেরায়।

বিখ্যাত হয়ে যাওয়া ছবি :

বন্যা, ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুন্দরবনের একটি মেয়ে। সেই ছবিই লেন্সবন্দি করেছিলেন বারুইপুরের বাসিন্দা সুপ্রতিম। কিন্তু শুধু ছবিটাই যে লেন্সবন্দি করেছিলেন, তা বললে বোধ হয় ভুল হবে। মেয়েটির পেছনে বন্যার জল, ঘুর্ণিঝড় যেন তার মন, জীবনের অবস্থার প্রতিচ্ছবি। অন্যদিকে তার চাহনিতে যেন স্পষ্ট রাগ। আবার যেন কোথাও এসে শূন্য হয়ে যায় সেই দৃষ্টি। বন্যায় ভেসে গিয়েছে সর্বস্ব। আগামী কী? প্রকৃতির এই রোষেরই বা কারণ কী?

সুপ্রতিম জানিয়েছেন, ছবির বছর এগারোর মেয়েটির নাম পল্লবী পাড়ুয়া। 'ঝড়ে ওদের চায়ের দোকান, নামখানা দ্বীপের বাড়ি ভেসে গিয়েছে। ওর মুখে রাগ স্পষ্ট। সেই শক্তিশালী মুখই আমাকে তার ছবি তুলতে বাধ্য করেছে।'

সুন্দরবনের শিশুদের এ হেন বহু ছবি তুলেছেন সুপ্রতিম। কখনও বড়দের সঙ্গে মাছ ধরে জীবিকা নির্বাহে সাহায্য, কখনও বা বাড়ি মেরামত করায় হাত লাগিয়েছে তারা। সুপ্রতিমের ফটো সিরিজে উঠে এসেছে সুন্দরবনের এমনই বহু ছবি। তাঁর সিরিজটির নাম ছিল 'ডুবন্ত স্বপ্ন'।

দ্বিতীয় স্থানে সৌরভ :

ইউনিসেফ ফটো অফ দ্য ইয়ার-এ দ্বিতীয় স্থান পেয়েছেন আরেক বাঙালি সৌরভ দাস। জামুরিয়ার একটি রাস্তার ধারে কুঁড়েঘরের সামনে বসে পড়াশোনা করছে শিশুরা। করোনা পরিস্থিতিতে প্রত্যেকের মুখে মাস্ক। মানা হচ্ছে দূরত্ব বিধিও। জামুরিয়ার বিখ্যাত 'রাস্তার মাস্টার' দ্বীপনারায়ণ নায়েকের সেই অভিনব শিক্ষাদানের সেই ছবিই তোলেন সৌরভ।

ছবি: সৌরভ দাস
ছবি: সৌরভ দাস (Sourav Das)

স্থানীয় তিলকা মাঝি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক করোনাকালে বাড়িতে বসে থাকেননি। বরং ভাবতে থাকেন কীভাবে এই পরিস্থিতিতেও শিশুদের শিক্ষাদান চালু রাখা সম্ভব। আর তাই করতেই অভিনব পন্থা নেন তিনি। মাটির দেওয়ালেই রঙ করে বানান ব্ল্যাকবোর্ড। নির্দিষ্ট দূরত্ব মেনে বসার আয়োজন করেন। তারপর চালু করে দেন পঠনপাঠন।

করোনা পরিস্থিতিতে কীভাবে শিক্ষার ধরন পাল্টে গিয়েছে, কীভাবে দূরত্ব বজায় রেখেও চাইলে শিক্ষা প্রদান সম্ভব, তাই উঠে এসেছে তাঁর এই ছবিতে। 'রাস্তার মাস্টারের' সেই কাহিনীই তিনি তুলে ধরেছেন আন্তর্জাতিক স্তরে। 

ঘরে বাইরে খবর

Latest News

গ্ল্যাম লুকে ম্রুণাল, জর্জেটের এই শাড়ি আর ব্লাউজের দাম শুনলে মাথা ঘোরাবে ‘ভোট কেনার জন্য নড্ডা ৫টি ব্যাগে করে টাকা এনেছিলেন’ বিস্ফোরক দাবি তেজস্বীর ভোটের মধ্যেই ময়নার বাকচায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের JEE Main-এ দুর্দান্ত ফল যমজ আরভ-আরুশের, দুজনের লক্ষ্য আইআইটিতে গণিত পড়া বিয়েতে মটন কারি কম পড়ায় ক্যাটারিং সংস্থার কর্মীদের মার, পালাতে গিয়ে মৃত ১ জোরকদমে চলছিল প্রচার, এরই মাঝে বাতিল হল বাংলার এই বিজেপি প্রার্থীর মনোনয়ন হয় গতজন্মে বাংলায় জন্মেছিলাম, নয়ত পরজন্মে বাংলার কোনও মায়ের কোলে জন্ম নেব: মোদী নেপাল–জাকির গোষ্ঠীদ্বন্দ্ব অতীত, তৃণমূল সুপ্রিমোর বার্তায় এক যুযুধান দু’‌পক্ষ T20 WC-এর জন্য নিজের বাছাই করা একাদশে হার্দিককে রাখলেন না সেহওয়াগ,টিমে রয়েছে চমক '১২ বছর বয়সে যৌন নিগ্রহের শিকার! ভয়ে কাঁপতাম,কেউ ছিল না’, নীরবতা ভাঙলেন চূর্ণী

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.