বাংলা নিউজ > ঘরে বাইরে > Videocon-ICICI Loan Fraud: চন্দা কোছরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার জন্য যথেষ্ট তথ্য আছে, বলল আদালত

Videocon-ICICI Loan Fraud: চন্দা কোছরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার জন্য যথেষ্ট তথ্য আছে, বলল আদালত

চন্দা কোছর  (HT_PRINT)

চন্দা কোছরের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণের পক্ষে যথেষ্ট তথ্য রয়েছে বলে পর্যবেক্ষণ করল বিশেষ আদালত। উল্লেখ্য, আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন এমডি তথা সিইও চন্দা কোছরের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভিডিয়োকন গ্রুপকে ঋণ পাইয়ে দিয়েছিলেন এবং তাঁর স্বামী এবং দীপকের সংস্থা এর বদলে 'পুরস্কার' পেয়েছিল।

জালিয়াতি মামলায় আরও চাপে আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন প্রধান চন্দা কোছর। ভিডিয়োন-আইসিআইসিআই ব্যাঙ্ক ঋণের মামলায় দায়ের করা চার্জশিটটি বিবেচনা করে বিশেষ আদালত বলেছে, প্রাথমিকভাবে এটা স্পষ্ট যে চন্দা কোছরের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণের পক্ষে যথেষ্ট তথ্য রয়েছে। উল্লেখ্য, আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন এমডি তথা সিইও চন্দা কোছরের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভিডিয়োকন গ্রুপকে ঋণ পাইয়ে দিয়েছিলেন এবং তাঁর স্বামী এবং দীপকের সংস্থা এর বদলে 'পুরস্কার' পেয়েছিল। গত বুধবার এই মামলার শুননি চলাকালীন আদালতের তরফে তলবের নোটিশ পাঠানো হয়েছে এই মামলায় মূল অভিযুক্তদের। আগামী ২ অগস্ট তাঁদের আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। বিশেষ বিচারক এস পি নায়েক-নিম্বলকর নিজের আদেশে বলেছেন, সিবিআই-এর জমা দেওয়া তথ্য এবং মৌখিক প্রমাণ থেকে এটা স্পষ্ট যে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগগুলি প্রমাণ করার জন্য যথেষ্ট তথ্য রয়েছে।

ভিডিয়োকন গ্রুপের প্রোমোটার বেণুগোপালের সঙ্গে জড়িত একটি ঋণ জালিয়াতির মামলায় চন্দা এবং দীপক কোছরের বিরুদ্ধে অভিযোগ, অবৈধভাবে ভিডিয়োকনকে ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ পাইয়ে দিয়েছিলেন কোচর দম্পতি। ঋণের অনুমোদন হওয়ার কয়েকদিন পরই দীপক কোচরের নিউ পাওয়ার রিনিউয়েবলে বিনিয়োগ করেন বেণুগোপাল। এই অভিযোগ প্রকাশ্যে আসার আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন প্রধান চন্দার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। আইসিআইসিআই কর্তৃপক্ষের তরফে জানানো হয়, সংস্থার আচরণবিধি, স্বার্থরক্ষার নীতি ভঙ্গ করেছেন চন্দা। এরপর চন্দাকে বরখাস্ত করা হয়েছিল আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে। আর কয়েকদিন আগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এর আগে মুম্বইয়ের ফ্ল্যাট, একটি কম্পানির সম্পত্তি সহ মোট ছন্দার মোট ৭৮ কোটির সম্পদ বাজেয়াপ্ত করেছিল ইডি। ইডি-র অভিযোগ, দীপক কোচরের সংস্থা নিউপাওয়ার রিনিউয়েবলস প্রাইভেট লিমিটেডে মোট ৬৪ কোটি টাকা বিনিয়োগ করে ভিডিয়োকন গ্রুপ, যা মূলত ঘুষ হিসেবে দেওয়া হয়েছিল।

এদিকে আদালতে পেশ করা চার্জশিটে সম্প্রতি সিবিআই-এর তরফে অভিযোগ করা হয়, মুম্বইতে ভিডিয়োন গ্রুপের তৈরি ফ্ল্যাটে থাকেন চন্দা কোছর। পাঁচ কোটি মূল্যের সেই ফ্ল্যাট চন্দা কিনেছিলেন মাত্র ১১ লাখ টাকায়। ভিডিয়োকনকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ ও নানা ধরনের সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে চন্দা ও দীপকের বিরুদ্ধে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রায় ১১,০০০ পাতার চার্জশিট পেশ করে আদালতে। গত বছর ডিসেম্বর মাসে চন্দা ও দীপককে গ্রেফতারও করেছিল সিবিআই। ভিডিয়োকন কর্তাকেও গ্রেফতার করা হয়েছিল। পরে অবশ্য চন্দা কোচর এবং তাঁর স্বামী দীপক কোচরকে বিচার বিভাগীয় হেফাজত থেকে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছিল বোম্বে হাই কোর্ট।

 

বন্ধ করুন