বাংলা নিউজ > ঘরে বাইরে > ভিডিও- কোঝিকোড়ে রানওয়েতে পিছলে গিয়ে বিমান ভেঙে দুই টুকরো

ভিডিও- কোঝিকোড়ে রানওয়েতে পিছলে গিয়ে বিমান ভেঙে দুই টুকরো

কোঝিকোড়ের চিত্র (PTI)

মোদীকে জানান বিজয়ন যে কোঝিকোড় ও মাল্লাপুরামের কালেক্টররা কারিপুর বিমানবন্দরে গিয়ে উদ্ধারকাজের তদারকি করছেন।

শুক্রবার সন্ধ্যা ৭.৪১-এ দুবাই থেকে কোঝিকোড়গামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান ভেঙে পড়ল কারিপুর এয়ারপোর্টে। ভারী বৃষ্টির ফলে পিছলে গিয়ে বিমানটি গিয়ে সামনের পাহাড়ে ধাক্কা মারে। সোভাগ্যক্রমে বিমানটিতে আগুন ধরে যায়নি। কিন্তু আঘাতের তীব্রতায় দুই টুকরো হয়ে গিয়েছে বিমানটি।  এখনও পর্যন্ত দুই পাইলট সহ মৃত কমপক্ষে ২০জন। আহত ১২৩ জন, এর মধ্যে গুরুতর ১২ জন। 

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজনীতিবিদরা। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। বিজয়ন তাঁকে জানান যে কোঝিকোড় ও মাল্লাপুরামের কালেক্টররা কারিপুর বিমানবন্দরে গিয়ে উদ্ধারকাজের তদারকি করছেন। 

সেখানে এনডিআরএফ-কে দ্রুত যেতে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেরালা থেকেই নির্বাচিত সাংসদ রাহুল গান্ধী ও শশী থারুর। 

 

দেখুন উদ্ধারকাজের ভিডিও-

 

হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আহতদের-

জানা গিয়েছে ১৮৪ জন যাত্রী ও সাত জন বিমান কর্মী ছিল এই বন্দে ভারত মিশনের আওতায় ওড়া বিমানটিতে। এর মধ্যে দুই পাইলট সহ অন্তত ২০ জন মারা গিয়েছেন। অনেক যাত্রীর চোট সাংঘাতিক বলে জানা গিয়েছে। 

 

বন্ধ করুন