বাংলা নিউজ > ঘরে বাইরে > Mamata Invited to Siddaramaiah's Swear-in: ২০২৪-এর আগে বরফ গলার ইঙ্গিত, বেঙ্গালুরুতে সিদ্দারামাইয়ার শপথে আমন্ত্রণ মমতাকে

Mamata Invited to Siddaramaiah's Swear-in: ২০২৪-এর আগে বরফ গলার ইঙ্গিত, বেঙ্গালুরুতে সিদ্দারামাইয়ার শপথে আমন্ত্রণ মমতাকে

মমতা বন্দ্যোপাধ্যায় (PTI)

রাজ্যে বিরোধ থাকলেও কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বাংলার মতো তেলাঙ্গানাতেও বিআরএস-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে কংগ্রেসের। তবে আমন্ত্রণ জানানো হয়েছে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকেও।

দীর্ঘ টালবাহানার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী হতে চলেছেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। আগামিকালই বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে শপথগ্রগহণ করবেন সিদ্দারামাইয়া। আর সেই অনুষ্ঠানে দেশের তাবড় বিরোধী নেতদের আমন্ত্রণ জানানো হয়েছে। রাজ্যে বিরোধ থাকলেও কর্ণাটকের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বাংলার মতো তেলাঙ্গানাতেও বিআরএস-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে কংগ্রেসের। তবে বিজেপি বিরোধিতার সূত্রে আমন্ত্রণ জানানো হয়েছে বিআরএস প্রধান তথা তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকেও।

এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনকে আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, তামিলনাড়ুতে স্ট্যালিনের দলের সঙ্গে জোট বেঁধে সরকারে রয়েছে কংগ্রেস। এছাড়া কংগ্রেসের হেভিওয়েট নেতারাও আগামিকালের অনুষ্ঠানে যোগ দেবেন। কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা আমন্ত্রিত আগামিকালের শপথগ্রহণ অনুষ্ঠানে। এই নিয়ে দেশের চতুর্থ রাজ্যে কংগ্রেসের মুখ্যমন্ত্রী বসতে চলেছে। এছাড়া গান্ধী পরিবারের সদস্যরাও থাকবেন আগামিকালের শপথগ্রহণ অনুষ্ঠানে। এর আগে ২০১৮ সালে যখন কংগ্রেসের সমর্থনে জেডিএস-এর এইচডি কুমারস্বামী কর্ণাটকের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখনও বিরোধী ঐক্যের ছবি তুলে ধরা হয়েছিল শপথগ্রহণ মঞ্চে। ২০২৪ সালের নির্বাচনের আগেও সেই একই কাজ করতে চাইছে কংগ্রেস। কর্ণাটক জিতে তারা বেশ চাঙ্গা।

এদিকে কর্ণাটকে কংগ্রেসের জয়ের পরপরই মুখ্যমন্ত্রী মমতা লোকসভা নির্বাচনের জোট নিয়ে মুখ খুলেছিলেন। তিনি সর্বভারতীয় স্তরে জোটের পক্ষে সওয়াল করেন। তবে বাংলায় কংগ্রেসকে তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে বারণ করেন। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেস সংসদীয় দলের প্রধান অধীর রঞ্জন চৌধুরী জানান, রাজ্যে তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি রাখবেন। তবে কয়েকদিন আগেই নীতীশ কুমার কলকাতায় এসে মমতার সঙ্গে দেখা করেছিলেন। তখন মমতা নাকি নীতীশকে বিরোধী দলগুলির নেতাদের একটি বৈঠক ডাকতে বলেছিলেন। সেখানে কংগ্রেসকেও ডাকার পক্ষে ছিলেন মমতা। এমনিতেও সর্বভারতীয় তকমা হারিয়ে লোকসভা নির্বাচনে ভিনরাজ্যে প্রার্থী দিতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে তৃণমূলকে। এই আবহে রাজ্যে দ্বন্দ্ব থাকলেও কেন্দ্র থেকে বিজেপিকে হটাতে ২৪-এ কংগ্রেসের সঙ্গেই হাত মেলাতে পারেন মমতা। এই আবহে কর্ণাটকে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে মমতাকে গুরুত্ব দিতে পারে কংগ্রেসও।

বন্ধ করুন