দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের নতুন বই প্রকাশিত হল সোমবার। 'প্রণব মাই ফাদার: অ্যা ডটার রিমেম্বারস' শীর্ষক বই লঞ্চের অনুষ্ঠানে ২০১৩ সালের একটি ঘটনার উল্লেখ করেন শর্মিষ্ঠা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ওপর প্রণববাবু রেগে গিয়েছিলেন সেই দফায়। উল্লেখ্য, ২০১৩ সালে একটি অর্ডিন্যান্সের কপি সাংবাদিক সম্মেলনে ছিঁড়ে ফেলেছিলেন রাহুল গান্ধী। সেই ঘটনা নিয়ে রাহুলের ওপর অসন্তুষ্ট ছিলেন প্রণববাবু। শর্মিষ্ঠার কথায়, প্রণববাবু মনে করেছিলেন, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করা উচিত ছিল। সোমবারের অনুষ্ঠানে সেই ঘটনার কথা মনে করিয়ে শর্মিষ্ঠা বলেন, 'বাবাকে আমিই প্রথমবার খবরটা (রাহুল গান্ধীর অর্ডিন্যান্স ছেঁড়ার) দিয়েছিলাম। বাবা সেই কথা শুনে খুবই রেগে গিয়েছিলেন।' (আরও পড়ুন: '৫০% ছাড়… সবচেয়ে সস্তায়…', রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে সংসদে বড় দাবি সরকারের)
আরও পড়ুন: 'স্থিতিশীল আর্থনীতির জন্য…', সরকার চালাতে মন ভাঙবে কর্মীদের! 'সতর্কবার্তা' RBI-র
রাহুলের সেই কীর্তি প্রসঙ্গে শর্মিষ্ঠা বলেন, 'রাহুল গান্ধী ওভাবে অর্ডিন্যান্সের কপি ছিঁড়ে ফেলে ঔদ্ধত্যের পরিচয় দিয়েছিলেন। এই কথা কেউই অস্বীকার করবে না। তিনি রাজনৈতিক ভাবে খুবই অপরিপক্ক কাজ করেছিলেন। আসলে আমার বাবাও সেই অর্ডিন্যান্সের বিরোধিতা করছিলেন। তবে অর্ডিন্যান্স ছেঁড়ার ঘটনায় বাবা বলেছিলেন, 'অর্ডিন্যান্স ছেঁড়ার রাহুল গান্ধী কে?' রাহুল গান্ধী তো ক্যাবিনেটেরও সদস্য ছিলেন না।'
আরও পড়ুন: বদলেছে পে ম্যাট্রিক্স, 'চিটিং করছে সরকার', চরম অসন্তুষ্ট রাজ্য সরকারি কর্মীরা
প্রসঙ্গত, ২০১৩ সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছিল, কোনও সাংসদ বা বিধায়ক যদি ২ বছরের কারাদণ্ডের সাজা পায়, তাহলে সঙ্গে সঙ্গ তাঁর পদ খারিজ হয়ে যাবে। এরপর ক্ষমতায় থাকা কংগ্রেস সেই বছরই একটি অর্ডিন্যান্স আনে এবং সুপ্রিম রায়কে খারিজ করে। তবে সেই অর্ডিন্যান্সের বিরোধিতায় সরব হয়েছিলেন রাহুল গান্ধী। সংবাদ সম্মেলন করে সরকারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন তিনি। ক্যামেরার সামনে অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলেছিলেন। উল্লেখ্য, সেই আইন যদি আজও কার্যকর থাকত, তাহলে সাময়িক ভাবে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিদ হত না। এদিকে সেই ঘটনা প্রসঙ্গে শর্মিষ্ঠা বলেন, 'বাবা মনে করতেন রাহুল গান্ধীর সেই কিলার ইনস্টিংট নেই। দলের থেকেও রাহুলের দূরত্ব তৈরি হয়েছিল।'
আরও পড়ুন: রেশন কার্ড থাকলেই মিলবে ৬ হাজার নগদ, এই রাজ্যে বড় ঘোষণা সরকারের
রাহুল গান্ধী সম্পর্কে প্রণব মুখোপাধ্যায়ের ডায়েরি থেকে একটি অংশ তুলে শর্মিষ্ঠা নিজের বইতে লিখেছেন, 'একদিন সকালে অভ্যাসবশত মুঘল গার্ডেন্সে হাঁটছিলেন বাবা। হঠাৎ রাহুল গান্ধী এসে হাজির। পরে জানা গেল, ওইদিন বিকেলে বাবার সঙ্গে রাহুলের দেখা করার কথা ছিল। কিন্তু, রাহুলের দফতর PM-কে AM ভেবে সকালেই বৈঠক করেছিল। বাবা আমাকে বলেছিলেন, যে দিন-রাতের ফারাক করতে পারে না সে প্রধানমন্ত্রীর দফতর চালাবে কী করে?' বইতে প্রণব কন্যা আরও লেখেন, 'রাহুল গান্ধীকে আগলে রাখার জন্যই সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে বাবাকে নয়, মনমোহন সিংকে বেছে নিয়েছিলেন।'