দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সদ্যই আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার তাঁর গ্রেফতারির পর শুক্রবারই কোর্টের নির্দেশে তাঁকে ২৮ মার্চ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর এই প্রথমবার ক্যামেরার সামনে অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী খুললেন মুখ। জনতার উদ্দেশে স্বামী অরবিন্দ কেজরিওয়ালের বার্তা পাঠ করে সোনালেন সুনীতা কেজরিওয়াল।
শুক্রবারই অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, তিনি কোনও মতেই দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন না। তিনি শুক্রবার বলেছিলেন যে, ‘প্রয়োজনে জেলের ভিতর থেকে সরকার চালাব।’ এরপর আম আদমি পার্টির সদস্য ও দেশের জনগনের প্রতি কেজরিওয়াল তাঁর বার্তা পাঠান। অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য পাঠ করে শোনান স্ত্রী সুনীতা। সুনীতার পাঠ করা সেই বক্তব্যে কী জানালেন অরবিন্দ? দেখে নেওয়া যাক।
ভার্চুয়াল কন্ফারেন্সে অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য পড়ার সময় সুনীতা বলেন, অরবিন্দ বলছেন, ‘আমি অনেক লড়াই করেছি, তাই গ্রেফতারিতে অবাক হইনি।’ ইডির হেফাজত থেকেএ অরবিন্দ তাঁর দায়িত্বে অবিচল থাকবেন বলেও জানিয়েছেন। সুনীতা পাঠ করছেন, ‘আপনাদের ভাই ও সন্তান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বার্তা পাঠিয়েছেন.. বলছেন, ‘আমার প্রিয় দেশবাসী, আমি গ্রেফতার হয়েছি। আমি জেলের ভিতরে থাকি বা বাইরে আমি দেশের সেবা করব। আমার গোটা জীবন দেশের জন্য উৎসর্গীকৃত। আমি আমার জীবনে অনেক লড়াই করেছি, আর আমি জানি এটা চলবে। ফলে এই গ্রেফতারি আমাকে অবাক করেনি।’ তাঁর পাঠানো বার্তায় আম আদমি পার্টির সদস্যদের জন্যও কেজরিওয়াল দিয়েছেন বার্তা। কেজরিওয়াল বলেছেন, বিজেপি কর্মীদের যেন কোনও আম আদমি পার্টি কর্মী ঘৃণা না করেন। কেজরিওয়াল বলছেন, ’আমি আবেদন জানাই আম আদমি পার্টির কর্মীদের, সমাজকল্যাণের কাজ আর জনকল্যাণের কাজ আমার জেলযাত্রায় যেন না রোখে। বিজেপি কর্মীদের এর জন্য ঘৃণা করবেন না। তাঁরাও আমাদের ভাইবোন। আমি ফিরে আসব খুব শিগগির।' নিজের চিঠিতে দৃপ্ত কণ্ঠে কেজরিওয়াল জানিয়েছেন, ‘বেশ কিছু শক্তি, দেশের বাইরে ও ভিতরে দেশকে দুর্বল করতে চেষ্টা করছে। আমাদের সতর্ক থাকতে হবে। আর এই শক্তিকে চিনে নিয়ে তাদের হারাতে হবে।’
কেজরিওয়াল তাঁর বক্তব্যে, সাফ বলছেন, দুনিয়ায় এমন কোনও জেল নেই যা তাঁকে বন্দি করে রাখতে পারে। চিঠিতে কেজরিওয়াল লিখছেন, ‘ দিল্লির মহিলারা হয়তো ভাবছেন যে, কেজরিওয়াল গ্রেফতার, হয়তো ১০০০ টাকা পাওয়া যাবে কি না কে জানে! আমি তাঁদের কাছে আবেদন করছি, তাঁদের ভাই ও সন্তানকে বিশ্বাস করুন। দুনিয়ায় এমন কোনও জেল নেই, যা আমাকে বন্দি রাখবে। আমি বেরিয়ে আসব, আর আমার প্রতিশ্রুতি পালন করব। ’