বাংলা নিউজ > ঘরে বাইরে > RLD on speculations: এবার কি বিজেপির সঙ্গে আরএলডি? জল্পনা উড়িয়ে জয়ন্ত জানালেন যাচ্ছেন বিরোধীদের বৈঠকে

RLD on speculations: এবার কি বিজেপির সঙ্গে আরএলডি? জল্পনা উড়িয়ে জয়ন্ত জানালেন যাচ্ছেন বিরোধীদের বৈঠকে

আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী। (HT) (HT_PRINT)

আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী সাফ জানিয়েছেন, তিনি এনডিএতে যোগ দিচ্ছেন না। তাঁর পার্টি এবারও কংগ্রেসের ডাকে বিরোধীদের বৈঠকে যোগ দিতে যাচ্ছে। ফলে গোবলয়ের অঙ্গ মহারাষ্ট্রের সঙ্গে আপাতত আরএলডির হাত ধরে মিলছে না বলেই বার্তা দিয়ে দিয়েছেন জয়ন্ত।

মহারাষ্ট্রে এনসিপিতে বড় ভাঙন ধরিয়ে শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার চলে এসেছেন এনডিএ শিবিরে। পাশপাশি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদে তিনি শপথ নিয়েছেন। এদিকে, এই পরিস্থিতিতে উত্তর প্রদেশেও একটি রাজনৈতিক দল বিজেপির সঙ্গে আসতে চাইছে বলে খবর হাওয়ায় ভাসছে। তা নিয়ে খানিকটা উস্কানি এসেছে এনডিএর সহযোগীদলের রামদাস আথাওয়ালের কথায়। এরপরই আরএলডির সঙ্গে বিজেপির জোট সম্ভাবনা নিয়ে ওঠে প্রশ্ন। কারণ পাটনায় বিরোধীদের বৈঠকে ছিলে না জয়ন্তর পার্টি। তবে প্রশ্নের জবাবও দেন জয়ন্ত।

আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী সাফ জানিয়েছেন, তিনি এনডিএতে যোগ দিচ্ছেন না। তাঁর পার্টি এবারও কংগ্রেসের ডাকে বিরোধীদের বৈঠকে যোগ দিতে যাচ্ছে। ফলে গোবলয়ের অঙ্গ মহারাষ্ট্রের সঙ্গে আপাতত আরএলডির হাত ধরে মিলছে না বলেই বার্তা দিয়ে দিয়েছেন জয়ন্ত। এর আগে, কেন্দ্রীয় মন্ত্রী এবং আরপিআই (এ) প্রধান রামদাস আথাওয়ালে বলেছেন, সমাজবাদী পার্টির বিধায়কদের মধ্যে মতপার্থক্য তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসপি নেতৃত্বে বিরক্ত, এই বিধায়কদের এনডিএ-তে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বল ভারতীয় শোষিত ‘হামারা আম দল (নিশাদ) পার্টি’র সভাপতি এবং উত্তর প্রদেশের মৎস্যমন্ত্রী সঞ্জয় নিষাদও দাবি করেছেন যে দলের বিধায়করা নেতৃত্বে অসন্তুষ্ট এবং এনডিএ নেতাদের সাথে যোগাযোগের কারণে এসপিতে বিভক্তি আসন্ন ছিল।

( PUBG খেলতে গিয়ে প্রেম! পাকিস্তান থেকে ৪ সন্তান নিয়ে ভারতে অবৈধ পথে হাজির মহিলা, শেষমেশ গ্রেফতারি)

( Sushil Modi in UCC: অভিন্ন দেওয়ান বিধির আওতা থেকে আদিবাসীদের বাদ রাখার দাবি সংসদীয় প্যানেল প্রধান সুশীল মোদীর)

এদিকে, আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী বলেন,' আমার অবস্থান একেবারে পরিষ্কার। কেউ কী বলছে, আমার তাতে কিছু যায় আসে না।' প্রসঙ্গত, সমাজবাদী পার্টির সঙ্গে হাতে হাত রেখে জয়ন্তের পার্টি আরএলডি ২০২২ বিধানসভা ভোটে উত্তরপ্রদেশে লড়াই করেছে। যদিও ২০২৪ লোকসভা ভোটের জোট অঙ্ক সামনে রেখে সদ্য পাটনায় যে বিরোধীদের যে বৈঠক হয়েছিল তাতে যায়নি আরএলডি। সোমবার আরএলডির তরফে জয়ন্ত চৌধুরী বলেন, যে তিনি 'বিরোধীদের পরের বৈঠকে যোগ' দেবেন। এদিকে জয়ন্তকে প্রশ্ন করা হয় মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে। তা নিয়ে জয়ন্ত বলেন,' এটা কোনও বড় কথা নয়। এটা হতে থাকবে। এটা প্রথমবার রাজনীতিতে হচ্ছে না।' জয়ন্ত বলেন, ‘২০২৪ সালে জনতা তার মতামত দান করবে। মানুষ কারোর হাতের চাবি নয়। তারা জনমত দেবেন। ’

 

 

 

 

 

 

 

 

 

 

পরবর্তী খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বৃহস্পতিবার? জানুন রাশিফল শুক্র ৪ জেলায় প্রবল বৃষ্টি, ভারী বর্ষণ চলবে আরও ১০টিতে, বিশ্বকর্মা পুজোয় কী হবে? 4,4,6,6,6,4,6,4: টানা আট বলে চার-ছক্কা, স্যাম কারানকে মেরে ভূত ভাগালেন ট্র্যাভিস 'দরজা ভেঙে ঘুমন্ত কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ', দাবি দীপ্সিতার, কেন? ৪৫ রানে অল-আউট থেকে শেষ বলের থ্রিলারে জয়, ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস আইরিশদের একটা সময় ৩ শিফটে ৩ টে ছবির কাজ করেছেন অমিতাভ! KBC-তে বললেন, ‘টানা ২৩ ঘণ্টা…’ SRK-কে দেখার আশায় মন্নতের সামনে ৩৫দিন অপেক্ষারত ১ব্যক্তি!ভক্তকে দেখা দিলেন কিং? রাজেশ খান্নার সঙ্গে একটা সময়ের পর আর কাজ করা যেত না! দাবি জাভেদ আখতারের মোদীর সমালোচনা করায় ইস্তফা মলদ্বীপের দুই মন্ত্রীর, ভারত সফরে আসবেন মুইজ্জু প্রধান বিচারপতির বাসভবনে গণেশ পুজোয় আরতি করলেন মোদী, দেখুন Video

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.