ডঃ বি আর আম্বেদকরের ২০৬ ফুট উঁচু মূর্তির উন্মোচন করা হল। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় শুক্রবার মুখ্যমন্ত্রী ওআইএস জগনমোহন রেড্ডি এই মূর্তিটির উন্মোচন করেন। এর নাম দেওয়া হয়েছে ‘স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস’। অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যদি তার স্ট্যাচু অফ লিবার্টির জন্য বিখ্যাত হয়, তবে অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়া শহরটি পরবর্তীতে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস হিসবে পরিচিত হবে।’
আরও পড়ুন: তামিলনাড়ুর গ্রামে ভাঙা হল বাবা আম্বেদকরের মূর্তি, বিক্ষোভ দেখালেন দলিতরা
শুক্রবার সন্ধ্যায় বিজয়ওয়াড়ার স্বরাজ ময়দানে বিআর আম্বেদকরের এই মূর্তির উন্মোচন করা হয়। এই মূর্তি তৈরি করতে খরচ হয়েছে ৪০৪.৩৫ কোটি টাকা। মূর্তি উদ্বোধনের পর জগনমোহন রেড্ডি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আম্বেদকরের ২০৬ ফুটের মূর্তি বিজয়ওয়াড়ায় আমাদের সরকার দ্বারা নির্মিত হয়েছে। এটি কেবল রাজ্যের জন্য নয় দেশের জন্যও একটি প্রতীক৷ এটি সামাজিক ন্যায়বিচারের মূর্তি৷’
মূর্তির পাদদেশটির উচ্চতা ৮১ফুট। কংক্রিটের পেডেস্টালের উপর এই মূর্তি বসানো হয়েছে। মূর্তির উচ্চতা ১২৫ ফুট। সবমিলিয়ে উচ্চতা ২০৬ ফুট। যে কমপ্লেক্সে মূর্তিটি তৈরি করা হয়েছে সেখানে ২০০০ জনের বসার ব্যবস্থা রয়েছে। এছাড়াও ফুড কোর্ট, বাচ্চাদের খেলার জায়গা, একটি মিউজিক্যাল ফাউন্টেন, ওয়াকওয়ে প্রভৃতি রয়েছে। এটি ১৮.১৮ একর জায়গা জুড়ে অবস্থিত।
আম্বেদকরের জীবন দেখানোর জন্য মূর্তির পাদদেশে এলইডি স্ক্রিন বসানো হয়েছে। কংক্রিটের পেডেস্টাল তিনতলার। নিচতলায় চারটি হল রয়েছে। যার মধ্যে একটি হল সিনেমা হল এবং বাকিগুলিতে আম্বেদকরের জীবনের বিস্তারিত ডিজিটাল জাদুঘর রয়েছে। প্রথম তলায় চারটি হল আছে। যার মধ্যে একটি দক্ষিণ ভারতের সঙ্গে ডক্টর আম্বেদকরের সংযুক্তি প্রদর্শনের জন্য নিবেদিত করা হয়েছে। তার মধ্যে দুটি যাদুঘর এবং একটি গ্রন্থাগার হিসাবে ব্যবহৃত হচ্ছে। দ্বিতীয় তলার চারটি হলই লাইব্রেরি হিসেবে ব্যবহার করা হবে।