ভারতীয় আকাশসীমায় প্রবেশ করল রাফাল যুদ্ধবিমান। আর সেই সময় পশ্চিম আরব সাগরে মোতায়েন আইএনএস কলকাতার সঙ্গে যোগাযোগ করেন রাফালের পাইলটরা। দেখুন ভারতীয় আকাশসীমায় রাফালের দুর্ধর্ষ ছবি -
1/7ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছে পাঁচটি রাফাল যুদ্ধবিমান। তারপর আইএনএস কলকাতার সঙ্গে কথোপকথন হয় রাফালের পাইলটদের। তাতে আইএনএস কলকাতার তরফে বলা হয়, ‘গরিমার সঙ্গে আকাশ ছুঁয়ে ফেলুন। অবতরণের জন্য শুভেচ্ছা।’ (ছবি সৌজন্য, টুইটার @proshillong)
2/7প্রত্যুত্তরে রাফালের তরফে বলা হয়, 'ডেল্টা ৬৩, শুভকামনা এবং শুভ শিকার।' (ছবি সৌজন্য টুইটার)
3/7পশ্চিম আরব সাগরে মোতায়েন রয়েছে আইএনএস কলকাতা। (ছবি সৌজন্য এএনআই)
4/7ভারতীয় আকাশসীমায় ‘বিউটি অ্যান্ড বিস্ট’। (ছবি সৌজন্য, টুইটার @DefenceMinIndia)
5/7প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ের তরফে বলা হয়, ‘ভারতের আকাশসীমায় প্রবেশ করেছে পাখিরা। আম্বালায় অবতরণের জন্য শুভেচ্ছা।’ (ছবি সৌজন্য, টুইটার @DefenceMinIndia)