গত বুধবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়েছে নরেন্দ্র মোদী সরকার। তারপরই ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের।
1/8কেন্দ্রের ঘোষণার পরই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার। সেইসঙ্গে পেনশনভোগীদেরও ডিএ বাড়ানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/8রাজস্থান সরকারের মুখপাত্র জানিয়েছে, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিয়ারনেস অ্যালোওয়েন্স (ডিএ) বাড়িয়ে ৩৪ শতাংশ করা হয়েছে। যা আগে ছিল ৩১ শতাংশ। (ছবিটি প্রতীকী)
3/8রাজস্থান সরকার: সেই সিদ্ধান্তের ফলে ৪.৪ লাখ পেনশনভোগী লাভবান হবেন। সেইসঙ্গে লাভবান হবেন আট লাখ সরকারি কর্মচারীরা। (ছবিটি প্রতীকী)
4/8রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের কর্মীরাও বর্ধিত ডিএয়ের সুবিধা পাবেন। (ছবিটি প্রতীকী)
5/8সেই সিদ্ধান্তের ফলে প্রতি বছর রাজস্থান সরকারের কোষাগার থেকে ১,৪৩৫ কোটি টাকা বেরিয়ে যাবে। (ছবিটি প্রতীকী)
7/8কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিয়ার অ্যালোওয়েন্স (ডিএ) এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের তিন শতাংশ ডিআর বাড়ানো হয়েছে। (ছবিটি প্রতীকী)
8/8এতদিন সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় ৩১ শতাংশ হারে ডিএ (DA) পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তিন শতাংশ উত্থানের পর তা বেড়ে ৩৪ শতাংশ হচ্ছে। একইভাবে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ডিআর (DR) বেড়ে হচ্ছে ৩৪ শতাংশ। (ছবিটি প্রতীকী)