AC Local Train: এবার শিয়ালদা থেকে চড়া যাবে এসি লোকাল ট্রেনে! এমনই চিন্তা ভাবনা শুরু করেছে পূর্ব রেল। জানা যাচ্ছে পুজোর আগেই ছুটতে শুরু করতে পারে এসি লোকাল ট্রেন। এই প্রস্তাব পেশ করে রেল বোর্ডকে চিঠি লিখেছেন শিয়ালদা শাখার ডিআরএম শীলেন্দ্রপ্রতাপ সিংহ।
1/4পূর্ব রেল সূত্রে খবর, ইতিমধ্যেই চেন্নাইয়ের ইন্ট্রেগাল কোচ ফ্যাক্টরিতে পূর্ব রেলের জন্য একটি এসি লোকাল ট্রেন তৈরি হচ্ছে। প্রথমে শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায় এই এসি লোকাল ট্রেন চালানো হতে পারে পরীক্ষামূলক ভাবে।
2/4জানা গিয়েছে, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বারুইপুর বা শিয়ালদহ-ডানকুনি রুটের যেকোনও একটিতে পরীক্ষামূলক ভাবে ছুটতে পারে এসি লোকাল ট্রেন৷ উল্লেখ্য, কলকাতায় এসি মেট্রো পরিষেবা সফল ভাবে চলছে। সেই অভিজ্ঞতা কাজে লাগবে লোকাল ট্রেন পরিচালনার ক্ষেত্রেও। তাই পূর্ব রেলের কর্তাদের আশা, এসি লোকাল ট্রেন পরিচালনার ক্ষেত্রে কোনও সমস্যায় পড়তে হবে না তাদের।
3/4প্রসঙ্গত, ভারতে ইতিমধ্যেই পশ্চিম এবং মধ্য রেলের তরফে এসি লোকাল ট্রেন চালানো হয়। মুম্বাইতে দারুণ জনপ্রিয় হয়েছে এসি লোকাল ট্রেন পরিষেবা।
4/4এই আবহে বাংলায় প্রাথমিক ভাবে পরীক্ষামূলক ট্রেন চালানো হবে একটি রুটে। এরপর যাত্রীদের মন বুঝে পরিষেবা বাড়ানোর দিকে নজর দিতে পারে রেল কর্তৃপক্ষ। তবে এসি রেকের লোকাল ট্রেনের ভাড়া কত হবে, তা এখনও জানানো হয়নি পূর্ব রেলের তরফে।