Air India: ২০২২ সালের শেষে আরও এয়ারবাস ও বেয়েইং এয়... more
Air India: ২০২২ সালের শেষে আরও এয়ারবাস ও বেয়েইং এয়ারক্রাফ্ট টাটাদের সংস্থায় ঢুকছে। এতে সংস্থার তরফে উড়ানের সংখ্যায় আরও ২৫ শতাংশ বৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এই নতুন এয়ারক্রাফ্টের সংযোজন এয়ার ইন্ডিয়ার তরফে সাম্রাজ্য বৃদ্ধির প্রতীক।
1/5ব্যবসায়িক লাভ আরও বেশি করে পেতে এবার ব্যবসায়িক সাম্রাজ্য বাড়াতে তুলতে অগ্রসর হচ্ছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বর্তমানে টাটা সন্সের আওতাধীন এই অসামরিক বিমান পরিবহন সংস্থা আরও ২৫ টি এয়ারবাস ও ৫ টি বোয়েইং এয়ারক্রাফ্ট লিজ নিচ্ছে বলে খবর। এর হাত ধরে তারা বিমান পরিষেবায় আরও প্রসারতা নিয়ে আসতে চলেছে বলে জানানো হয়েছে। ফাইল ছবি : এএনআই
2/5জানা গিয়েছে, ২০২২ সালের শেষে আরও এয়ারবাস ও বেয়েইং এয়ারক্রাফ্ট টাটাদের সংস্থায় ঢুকছে। এতে সংস্থার তরফে উড়ানের সংখ্যায় আরও ২৫ শতাংশ বৃদ্ধি হবে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, এই নতুন এয়ারক্রাফ্টের সংযোজন এয়ার ইন্ডিয়ার তরফে সাম্রাজ্য বৃদ্ধির প্রতীক।
3/5জানা গিয়েছে, যে এয়ারক্রাফ্ট সংযোজনের কথা হচ্ছে, তাতে B777-200LR এয়ারক্রাফ্টটি ২০২২ সালের ডিসেম্বরে ও ২০২৩ সালের মার্চের মধ্যে সংযোগিত হবে। যা ভারতের বড় শহরগুলিতে থেকে পাড়ি দেবে মার্কিন মুলুকে। মুম্বই থেকে সান ফ্রান্সিসকোর দিকের বিমানের সংখ্যা বাড়বে। নিউইয়র্কের দিকের বিমানের সংখ্যাও বাড়বে মুম্বই থেকে।
4/5আসছে প্রিমিয়াম ইকোনমি- এই প্রথমবার এয়ার ইন্ডিয়ার তরফে প্রিমিয়াম ইকোনমির সুযোগ চালু করছে এয়ার ইন্ডিয়া। ফলে স্বভাবতই বোঝা যাচ্ছে যে এয়ার ইন্ডিয়া তার ইকোনমি ক্লাসের মডেলও পরিবর্তন করছে। এর আগে সিঙ্গাপুর এয়ারলাইনই একমাত্র বিমান সংস্থা ছিল যারা প্রিমিয়াম ইকোনমি ক্লাস অফার করত। এবার কার্যত তাদের টক্কর দিতে চলেছে টাটারা। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
5/5দু মা,স আগেই কার্যত এয়ার ইন্ডিয়া ইঙ্গিত দিয়েছে যে তারা নিজেদের ব্যবসা বিস্তারের জন্য কতটা সচেষ্ট। তাদের পাইলটদের অবসরের বয়স ৫৮ থেকে ৬৫ করা হয়েছে সদ্য। এছাড়াও নিজেদের বিমান শিডিউল পরিবর্তন নিয়েও বেশ কিছু ভাবনা চিন্তা কর রেখেছে এয়ার ইন্ডিয়া, বলে খবর। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)