বাংলা নিউজ > ছবিঘর > Air Pollution reducing Life Expectancy: ভারতীয়দের জীবনের পাঁচ বছর উবে যাচ্ছে দূষণেই, দাবি রিপোর্টে

Air Pollution reducing Life Expectancy: ভারতীয়দের জীবনের পাঁচ বছর উবে যাচ্ছে দূষণেই, দাবি রিপোর্টে

ভারতে দূষণ একটি বড় সমস্যা। বিগত দিনে দূষণ কমানোর জন্য সরকারর তরফে নানন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নেওয়া হয়েছে বিভিন্ন সিদ্ধান্ত। তবে তাতেও দূষণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এই আবহে সম্প্রতি একটি রিপোর্ট পেশ হয়েছে। তাতে দাবি করা হচ্ছে, দূষণের জেরে ভারতীয়দের জীবনের ৫.৩ বছর হ্রাস পাচ্ছে গড়ে।