দাম বৃদ্ধির পরে চিন্তায় সকলেই। তাই আপনাদের জন্য রই... more
দাম বৃদ্ধির পরে চিন্তায় সকলেই। তাই আপনাদের জন্য রইল এই প্ল্যানের লিস্ট। দেখে নিন। নিজেই এরপর বেছে নিন।
1/7সম্প্রতি Airtel, Jio এবং Vodafone Idea তাদের প্রিপেড প্ল্যানের দাম বাড়িয়েছে। এমন অবস্থায় বিভিন্ন প্ল্যানগুলির মধ্যে তুলনা করছেন অনেকেই। এই প্রতিবেদনে ৫০০ টাকার মধ্যে এমনই তুলনামূলক আলোচনা করা হবে। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick Majumdar/HT Bangla)
2/7Airtel-এর ৪৫৫ টাকার প্রিপেড প্ল্যান: Airtel-এর এই প্রিপেড প্ল্যানে মোট ৬GB ডেটা পাবেন। ভ্যালিডিটি ৮৪ দিন। আনলিমিটেড কল এবং ৯০০টি SMS পাবেন। এই প্ল্যানের অতিরিক্ত সুবিধাগুলির মধ্যে রয়েছে Amazon Prime Video মোবাইল সংস্করণ, Apollo 24-এর অফার্স। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick Majumdar/HT Bangla)
3/7Airtel-এর ৭১৯ টাকা এবং ৮৩৯ টাকার প্ল্যানে যথাক্রমে ১.৫GB এবং ২GB দৈনিক ডেটা পাওয়া যাবে। সমস্ত প্ল্যানের সঙ্গেই সীমাহীন কল এবং প্রতিদিন ১০০টি SMS পাবেন৷ দুটিরই মেয়াদ ৮৪ দিন। টেবিল : হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick Majumdar/HT Bangla)
4/7Vi-র ৪৫৯ টাকার প্রিপেড প্ল্যান: এই প্রিপেড প্ল্যানে ৮৪ দিনের জন্য ৬GB ডেটা পাবেন। তার সঙ্গে আনলিমিটেড কল এবং ১০০০টি SMS আছে। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick Majumdar/HT Bangla)
5/7এছাড়াও Vi-এর ৮৪ দিনের আরও দুটি প্রিপেড প্ল্যান রয়েছে। সেই দুটি হল ৭১০ টাকা এবং ৮৩৯ টাকার। প্ল্যানগুলিতে যথাক্রমে ১.৫GB এবং ২GB দৈনিক ডেটা পাবেন৷ এই প্ল্যানগুলি প্রতিদিন আনলিমিটেড কল এবং ১০০টি SMS-ও থাকছে। টেবিল : হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick Majumdar/HT Bangla)
6/7Jio-র ৩৯৫ টাকার প্রিপেড প্ল্যান: Jio-র ভ্যালু সেকশনের অধীনে, এই ৩৯৫ টাকার প্রিপেড প্ল্যান রয়েছে। এতে ৬GB ডেটা, সীমাহীন কল এবং ১০০০টি SMS পাবেন। প্ল্যানের অতিরিক্ত সুবিধা হল Jio অ্যাপের অ্যাক্সেস। ভ্যালিডিটি ৮৪ দিনের। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick Majumdar/HT Bangla)
7/7Jio-র ৮৪ দিনের ভ্যালিডিটির আরও দুইটি প্ল্যান আছে। সেগুলি হল ৬৬৬ টাকা এবং ৭১৯ টাকা। উভয় প্ল্যানেই প্রতিদিন সীমাহীন কল এবং ১০০টি SMS পাবেন। যথাক্রমে ১.৫GB দৈনিক ডেটা এবং ২GB দৈনিক ডেটা পাবেন। টেবিল : হিন্দুস্তান টাইমস বাংলা (Soumick Majumdar/HT Bangla)