আনন্দলোক অ্যাওয়ার্ড ২০২২-এ কোন তারকার কপালে কী পুরস্কার জুটল দেখে নিন।
1/7হয়ে গেল আনন্দলোক অ্যাওয়ার্ড ২০২২। বাংলাদেশের জয়া আহসান থেকে বলিউডের রবিনা ট্যান্ডন, একাধিক বিভাগে পুরস্কার জিতে নিলেন নামজাদা তারকারা। আলো ঝলমলে সন্ধেয় জমে উঠেছিল শহরের এক পাঁচতারা হোটেল।
2/7অতনু ঘোষের ‘বিনি সুতোয়’ ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেলেন বাংলাদেশের নায়িকা জয়া আহসান। জয়ার হাতে পুরস্কার তুলে দেন ঋতুপর্ণা।
3/7হিন্দি ওয়েবসিরিজ ‘আরন্যক’-এর জন্য ওয়েবে সেরা অভিনেত্রী সম্মান জিতে নেন রবিনা ট্যান্ডন। লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান কিংবদন্তী অভিনেত্রী বৈজয়ন্তীমালা।
4/7সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক অবলম্বনে তৈরি ছবি ‘অভিযান’-এর জন্য পরমব্রত জিতে নেন ‘সেরা চলচ্চিত্র’ ও ‘সেরা চলচ্চিত্র পরিচালক’-এর সম্মান।
5/7টিভির সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেলেন ‘রানি মা’ দিতিপ্রিয়া রায়। হারিয়ে দিলেন ‘মিঠাই’ সৌমিতৃষা, ‘শ্রীময়ী’ ইন্দ্রানী হালদার আর ‘গুনগুন’ তৃণা সাহাকে।
6/7চার-চারটি বিভাগে পুরস্কার পেয়েছে ‘মন্দার’। সেরা ওয়েব সিরিজ, সেরা অভিনেতা-ওয়েব সিরিজ (অনির্বাণ চট্টোপাধ্যায়), সেরা অভিনেত্রী-ওয়েব সিরিজ (সোহিনি সরপকার), সেরা নবাগত অভিনেতা (দেবাশিষ মণ্ডল)।
7/7শ্রীময়ীর জুন আন্টি ঊষসী চক্রবর্তী পেলেন সেরা-খলনায়িকার সম্মান।