Asian Games HS Prannoy wins Bronze: পিঠে ব্যথা, পয়েন্টের মাঝে কোর্টেই অভাবনীয় কীর্তি, হেরেও ঐতিহাসিক ব্রোঞ্জ প্রণয়ের
Updated: 06 Oct 2023, 12:10 PM IST Abhijit Chowdhury 06 Oct 2023 asian games, asian games live score, hs prannoy, badminton, asian games badminton live score, এশিয়ান গেমস, এশিয়ান গেমস ব্যাডমিন্টন লাইভ স্কোর, এইচএস প্রণয় সেমিফাইনাল, এইচএস প্রণয়, এশিয়ান গেমস ব্যাডমিন্টন, এইচএস প্রণয় বনাম চিনের লি শি ফেংবিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পাওয়া প্রণয় চোট নিয়েই এশিয়াডে খেলতে নেমেছিলেন। তবে তাতেই দলগত ইভেন্টের সেমিতে ভারতকে জিতিয়েছিলেন। ব্যক্তিগত ইভেন্টেও কোয়ার্টারে দুর্দান্ত লড়াই করে মেডেল নিশ্চিত করেছেন। আজকে তাঁর সামনে ফাইনালে ওঠার লড়াই। লাইভ আপডেটের জন্য় নীচে যেতে থাকুন। সঙ্গে রিফ্রেশ করুন।
পরবর্তী ফটো গ্যালারি