শুক্রের গোচর সম্পন্ন হতে চলেছে ৫ ডিসেম্বর। ফলে ধনু রাশিতে বুধ ও শুক্রের যুতি শুরু হবে জ্যোতিষমতে। যারফলে বহু রাশি লাভবান হবে। কোন কোন রাশির জাতক জাতিকারা এই যুতির ফলে লাভবান হবেন, দেখে নেওয়া যাক।
1/8বৈদিক জ্যোতিষমতে, ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই প্রবেশের ঘটনা ঘটতে চলেছে। যারফলে ডিসেম্বরের শুরুতেই বেশ কয়েকটি রাশির রোজগার বেড়ে যেতে চলেছে। তিনটি বিশেষ রাশিতে এই গোচরের প্রভাব দেখা যাবে।
2/8ধনু রাশিতে শুক্রের গোচর সম্পন্ন হতে চলেছে ৫ ডিসেম্বর। ফলে ধনু রাশিতে বুধ ও শুক্রের যুতি শুরু হবে জ্যোতিষমতে। যারফলে বহু রাশি লাভবান হবে। কোন কোন রাশির জাতক জাতিকারা এই যুতির ফলে লাভবান হবেন, দেখে নেওয়া যাক।
3/8মেষ-শুক্র ধনু রাশিতে গমন করতেই তা মেষ রাশির জাতক জাতিকার জন্য তা শুভ সময় ফিরিয়ে আনবে বলে মনে করা হচ্ছে। ভাগ্যের স্থানে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হতে চলেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই শুভ যোগের ফলে মেষ রাশির জাতক জাতিকারা ধনলাভ করবেন। তাঁরা নিজের মতো করে ভাগ্যে এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধা পাবেন।
4/8মেষ রাশির ধনলাভ-বাবার কাছ থেকে মেষ রাশির জাতক জাতিকারা করবেন ধনলাভ। পূর্ব দিকে করা কোনও কাজের সুফল এই মাসেই পেতে পারেন। কোনও পুরনো বন্ধু সহযোগিতা করতে পারেন। সন্তানের সুখ পাবেন। ধর্মকর্মের দিক থেকেও পাবেন সুখ। ধার্মিক তীর্থ যাত্রা বা শুভ কাজে অংশ নিতে পারেন। পড়ুয়াদের জন্য ভালো সময় কাটবে।
5/8মিথুন-বুধের সঙ্গে শুক্রের গোচর ডিসেম্বরে ভালো ফল দেবে মিথুন রাশির জাতক জাতিকাদের। নিজের কর্মক্ষেত্রে বৃদ্ধি হতে পারে এই সময়। নিজের কাজে দক্ষতা দেখানোর সময় এইটি। কর্মক্ষেত্রে সহকর্মীরা সাহায্য করবেন। কিছু মানসিক সমস্যা যা আপনাকে ভোগাচ্ছে, তা ঠিক হতে শুরু করবে। (Frank Maechler/dpa via AP, file)
6/8মিথুনের অর্থলাভ- আর্থিক দিক থেকে আপনার প্ল্যানিং কিছুটা পর্যন্ত ঠিকই রয়েছে। আর্থিক দিক থেকে সাশ্রয় করা কিছুটা উচিত। খরচা বাড়তে পারে। দাম্পত্য সুখ ধরে রাখতে পারবেন। মানসিক দিক থেকে আগের থেকে পরিস্থিতি ভালো থাকবে। স্বাস্থ্য়ের দিকে এই মাসে খেয়াল রাখতে হবে নিজের।
7/8সিংহ-ধনু রাশিতে শুক্রের গোচর সিংহ রাশির পঞ্চমভাবে হবে। যা সিংহ রাশির জন্য খুবই শুভ। শুক্রের এই গোচরে সিংহ রাশি খুবই লাভবান হবে। এই সময় নিজের ক্ষমতা সকলের সামনে দেখানোর সুযোগ আসবে। নিজের কর্মক্ষেত্রে লাভ হতে পারে।
8/8সিংহের অর্থলাভ- হোটেল, পর্যটন, প্রশাসনিক ক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য শুক্রের এই গোচর খুবই লাভদায়ক। আর্থিক দিক থেকে ভাগ্য আপনার সহযোগিতা করবে। আমদানি বাড়বে। সন্তানের পুরো সহগিতা পাবেন। যে দম্পতিরা সন্তান প্রাপ্তি চাইছেন, তাঁরা পেতে পারেন সুখবর। আমদানি বাড়বে। (এই তথ্য মান্যতা নির্ভর। এই সত্যের সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)