Missing Airforce Plane debris recovered: ৮ বছর আগে নিখোঁজ হয় বায়ুসেনার বিমান, ভগ্নাবশেষ মিলল বঙ্গোপসাগরের ৩.৪ কিমি গভীরে
Updated: 12 Jan 2024, 07:41 PM ISTঘটনা ২০১৬ সালের। সেই সময় ২২ জুলাই, ২৯ জনকে নিয়ে চে... more
ঘটনা ২০১৬ সালের। সেই সময় ২২ জুলাই, ২৯ জনকে নিয়ে চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ারের দিকে রওনা হয়েছিল বিমানটি। মাঝপথ থেকে তার খোঁজ মেলেনি।
ধ্বংসাবশেষ এন-৩২ এরই যে, তা নিশ্চিত করতে সমুদ্রের গভীরতল নিরীক্ষণ করা হয়। প্রতিরক্ষামন্ত্রক বলছে, ‘সম্ভাব্য দুর্ঘটনাস্থলে এই ভগ্নাবশেষ পাওয়া গিয়েছে, একই এলাকায় অন্য কোনো নিখোঁজ বিমানের রিপোর্টের অন্য কোনো নথিভুক্ত ইতিহাস ছাড়াই, ধ্বংসাবশেষকে নির্দেশ করে যে সম্ভবত বিধ্বস্ত বিমানের অন্তর্গত। ’ উল্লেখ্য, শেষবার বঙ্গোপসাগরের উপরই লোকেশন পাওয়া গিয়েছিল বিমানের। ২৩ হাজার ফুট ওপরে তখন ছিল বিমান। তারপর ৮ বছর বাদে সামনে এল এই ঘটনা। তবে প্রশ্নটা থেকেই যাচ্ছে যে, সেদিন কী ঘটেছিল বিমানে?
(File photo)
(HT_PRINT) পরবর্তী ফটো গ্যালারি