Auto Expo 2023: চলতি বছর দুর্দান্ত সব মডেল আনছে ভা... more
Auto Expo 2023: চলতি বছর দুর্দান্ত সব মডেল আনছে ভারতে গাড়ি বিক্রিকারী সংস্থাগুলি। এক নজরে দেখে নিন এখনও পর্যন্ত কী কী নতুন চমক মিলল এবারের অটো এক্সপো ২০২৩-এ।
1/7Sierra EV: টাটা মোটর্সের নতুন বৈদ্যুতিক গাড়ির কনসেপ্ট সিয়েরা ইভি-র আপডেটেড ভার্সান এটি। বুধবার এটির উপর থেকে পর্দা উন্মোচন করে সংস্থা। ছবি: রয়টার্স (HT Auto)
2/7Harrier EV: টাটা আরও একটি ইলেকট্রিক গাড়ি, হ্যারিয়ার ইভি-র লঞ্চ করে এদিন। সংস্থার জনপ্রিয় SUV-র উপর ভিত্তি করেই এই ইলেকট্রিক ভার্সান বানানো হয়েছে। ফাইল ছবি: ব্লুমবার্গ (HT Auto)
3/7Avinya: আরও একটি EV কনসেপ্ট Avinya প্রকাশ করে টাটা মোটর্স। গাড়িটির ফিউচারিস্টিক লুকস নজর কেড়েছে সকলের। ছবি: রয়টার্স (HT Auto)
4/7টাটার দুই জনপ্রিয় গাড়ি, আলট্রোজ এবং পাঞ্চেরও CNG ভার্সান এদিন প্রকাশ্যে আনে সংস্থা। স্পোর্টি রেড রঙের এই দুই মডেলের দিকে নজর ছিল সকলের। ছবি: টাটা মোটর্স (HT Auto)
5/7Maruti Suzuki Fronx: মারুতির প্রিমিয়াম হ্যাচব্যাক Baleno-র উপর ভিত্তি করে নতুন SUV গাড়িটি বানানো হয়েছে। বৃহস্পতিবার অটো এক্সপোতে গাড়িটি লঞ্চ করেছে মারুতি। ছবি: হিন্দুস্তান টাইমস অটো (HT Auto)
6/7Jimny: বৃহস্পতিবার বহু প্রতিক্ষীত ফাইভ ডোর-এর জিমনি প্রকাশ করেছে মারুতি। সংস্থার এই এন্ট্রি লেভেল অফরোডার SUV বেশ জনপ্রিয়। তবে সামনে মাত্র ২টি দরজা হওয়ায় ফ্যামিলি কার হিসাবে এটি কিনতে গিয়ে অনেকে পিছিয়ে আসতেন। নতুন জিমনির ফলে সেই বাধাটি দূর করতে পারবে মারুতি সুজুকি। ছবি: হিন্দুস্তান টাইমস অটো (HT Auto)
7/7IONIQ 5: অটো এক্সপো-র মাধ্যমে ভারতে তাদের দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি আনল হুন্ডাই। গাড়িটির দুর্দান্ত লুকস, রেঞ্জ দিয়ে বাজিমাত করেছে হুন্ডাই। ছবি: পিটিআই (HT Auto)